ভালো বেসে যায়

লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ১৫ এপ্রিল, ২০১৩, ১২:২৪:৫৫ দুপুর

null ভালোবাসার প্রদীপটা জ্বলে নেভে জ্বলে নেভে করে করে

আজো রঙে রাঙিয়ে যায়

প্রকট প্রচ্ছন্ন সভায়

তাই আমিও ভালোবেসে যায় ;

দিনের সূর্য রাতের চাঁদ যেমনি

আলো ছড়িয়ে যায়

আমিও তেমনি ভালো বেসে যায়

ভালোবাসি বলে তাই ।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File