ডিজিটাল বাংলা গড়তে যা দরকার

লিখেছেন লিখেছেন নাইমুল হক ৩০ মে, ২০১৩, ০১:৪০:৪৩ রাত

দুই হাজার চার সনে পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের এগারোশ দশ মডেলের একটা মোবাইল কিনেছিল পরবর্তীতে সেটা দুই হাজার টাকা দিয়ে বিক্রি করেছিল।ইলেকট্রিক পণ্যের দাম দ্রুত গতিতে কমেছেতে।মোবাইল টিভি ফ্রিজ কম্পিউটার সহ উল্লেখ না করা আরো অনেক পণ্যে এর অন্তর্ভুক্ত।কর্তৃপক্ষ এগুলোকে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে।কিন্তু ইন্টারনেট প্যাকেজের মূল্যে আকাশচুম্বী,অন্যান্য রাষ্ট্রে তুলনায় বাংলাদেশে তুলনামূলক ডাকাতি সুলভ মুল্যে।অথচ দেশের জনগন ক্রমেই ইন্টারনেট নির্ভরশীল হয়ে পড়ছে।সম্প্রতি ইন্টারনেটের মূল্যে কমাতে ফেজ-বুকে আন্দোলন শুরু হয়েছে,আমাদের সকলের এব্যাপারে অবদান রাখতে হবে আন্দোলনকে বেগবান করে স্বল্প মূল্যে ইন্টারনেট প্যাকেজ প্রদানে বাধ্য করতে হবে।বাংলাদেশের মানুষের মূর্খতা আর সরলতার সুযোগকে পুঁজি করে কতিপয় সিম কর্তৃপক্ষ জনগণের থেকে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ,আপনি নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা প্রদান করে ক্ষমতায় এসেছেন,গ্রামে গঞ্জে মোড়ে মোড়ে ইন্টার নেট ব্যবস্থা করার কথা ছিল কিন্তু তার কোন নমুনা জাতি এখনো দেখতে পানি হয়তো একুশ সালে করবেন,কিন্তু ইন্টারনেট মূল্যে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে আপনি ডিজিটাল বাংলাদেশ কিভাবে গড়বেন?দমন পীড়ন স্বভাব ছেড়ে কাজের কাজ করুন।সিম কোম্পানির ট্যাক্সের লোভে না পড়ে জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করুন অবিলম্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ইন্টারনেট প্যাকেজের মূল্যে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সিম কোম্পানি গুলোকে বাধ্য করুন।

***নাঈমুল হক***

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File