জারজলীগ
লিখেছেন লিখেছেন নাইমুল হক ১১ মে, ২০১৩, ০১:২৮:৩৪ রাত
আমার গ্রামের এক ছোট ভায়ের সাথে দেখা হল অনেকদিন পর,সে স্থানীয় কওমী মাদ্রাসাতে পড়ে আর মহল্লার মসজিদে ঈমামতি করে।কুশল বিনিময়ে মহল্লার কথা জিজ্ঞাসা করতেই তার চেহারা বিমর্ষ হয়ে গেল,বলল এলাকার অবস্থা খুবই খারাপ।জুম্মার বয়ানে হেফাজতে ইসলামের আন্দোলনের প্রসঙ্গে আলোচনা করার ফলে তার উপর অনেক টর্চারিং হয়েছে,একজন বলেছে ওকে মসজিদ রাজনৈতিক আলোচনা করার সাহস দিল কে,কেউ বলেছে ওর বেশী সাহস হয়ে গেছে ইত্যাদি বিভিন্ন রকম অপমান জনক বাক্য উচ্চারিত হচ্ছে।উল্লেখ্য মহল্লার ঐ পাড়াটি আওয়ামিলীগের ঘাটি হিসাবে পরিচিত।সেখানে একটা দোকান আছে যা গ্রামের সব নেশাখোরদের আড্ডা খানা,দোকানের সামনে দিয়ে যখন মাদ্রাসার কোন তালিবে ইলম হেটে যায় তখন দোকানে বসা মানুষ রুপী আওয়ামিলীগরা বলে ''সালা হিফাজতিরা টাইট হয়ে গেছে,আরো কিছু মরার দরকার ছিল,নিজেরা কোরআন পোড়ায় আবার হেফাজত গিরি ঠাপায়,এর পরে শুরু হয় হেফাজতকে লক্ষ করে আঞ্চলিক ভাষায় বিসৃ গালিগালাজ যা আমার পক্ষে মুখে আনা সম্ভব নয়।ঐ পাড়ার কিছু লোক আছে যারা বিভিন্ন আড্ডা খানায় বসে থাকে আর মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা গেলে জারজলীগের শয়তানেরা তাদেরকে বিভিন্ন আশ্লীল ও অবান্তর প্রশ্ন করে মাতলামি করে আর চরমভাবে অপমান করে,ভদ্র শান্তি প্রিয় ছাত্র ভায়েরা ওদের কোন জবাব না দিয়ে সব কষ্ট সহ্য করে সেখান থেকে প্রস্থান করে।আমি ছোট ভাইটিকে বললাম আপাতত জুম্মা বয়ানে একটু সাবধানে কথা বলতে এবং ওদেরকে এড়িয়ে চলতে,কারণ ওরা মানুষও না হিংস্রো পশুও না বরং ওর আওয়ামিলীগ ওদের দ্বারা বহুত কিছু সম্ভব।শুধু অমার মহল্লায় নয় বরং দেশের বিভিন্ন স্থানে শুধুমাত্র ইসলাম তথা কোরআন হাদীসকে ভালবাসার কারনে আওয়ামী জালিম কর্তৃক আমার ভায়রা হচ্ছে লাঞ্চিত,অপদস্থ,অপমানিত সব জুলুম সয়ে যাচ্ছে তারা আল্লাহর এ বাণীকে পুজি করে ''অবশ্যই আমি বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলু করেছে''সূরা ইউনুচ,আয়াত:১৩।আল্লাহ তায়ালা মজলুমদেরকে চুড়ান্ত মুহুর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
***নাঈমুল হক***
বিষয়: রাজনীতি
১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন