চুকো দরদ
লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৮ মে, ২০১৩, ১২:২৪:৩০ রাত
একাত্তরে মানবতা-বিরোধী অপরাধীদের শাস্তির জন্য গণজাগরণ মঞ্জ তৈরি হয়,দেশের মানুষের জন্য সরকারের এবং কিছু জনগণের চুকো দরদ উথলিয়ে উঠে,যার ফলে নিরাপরাধ ও সন্দেহ যুক্ত কিছু ব্যক্তির ঘাড়ে অপরাধের দায় চাপিয়ে ফাঁসির রায় প্রদান করা হয়।ভাবছিলাম দেশের মানুষ কত ভাল কত মানবতাবাদি,কত ন্যায় পরায়ন জন-দরদী।কিন্তু কৈ একাত্তরের চেয়েও জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত হল কিন্তু মানবতাবাদীরা মুখে কুলুপ এঁটে বসে আছে,কোথাই সেই বিবেকবানেরা যারা শাহবাগ গিয়ে লেকচার দিত।একাত্তরের হত্যকান্ড বাসী হয়ে গেছে সেটার জন্য এত তেজ,কিন্তু এক রাতে হাজার হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করা হল কিন্তু জন-দরদীরা চুপ হয়ে আছে।তোমাদের প্রয়োজন নাই,আমার ভায়ের খুনের বদলা নিবে তাওহীদি জনতাই ঘাতকদের কবর রচন করবে,তবে সেটা কিছু সময়ের ব্যবধানে।বিচার তাদের হবেই,শাস্তি ওদের পেতেই হবে।শহীদের খুন বৃথা যায়না।
***নাঈমুল হক***
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন