কোরআন পোড়ালো যারা

লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৭ মে, ২০১৩, ১২:৪৫:৫২ রাত

আজকে সন্ধ্যায় বাসায় আসলে আমার মা আমাকে বলছে পাশের বাড়ির মহিলা এসে বলছে ঢাকায় হুজুররা নাকি কোরআন শরীফ পুড়িয়েছে ওরা টিভিতে দেখেছে?আমি বাকরুদ্ধ হয়ে গেছি।কিছুদিন আগে নৌ মন্ত্রী শাহজাহান বায়তুল মোকাররমে ইসলাম নিয়ে উলটা পালটা ভাষণ দেওয়ার অপরাধে নগত জুতা বৃষ্টি খেয়েছিল তাতে আমিও ছিলাম,গতকালকে সেই শাহ-জান ছাত্রলীগের পোলাপানকে পঞ্জাবি টুপি পরিয়ে তাদের দিয়ে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ফুটপথের লাইব্রেরীতে আগুন ধরিয়ে দেয় এবং অনেক কোরআন শরীফ পুড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গে পরিকল্পনা অনুযায়ী ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে চেষ্টা করে,আর সাংবাদিকদের সামনে একজনকে দাড় করিয়ে প্রচার করে এটা হেফাজতিরা করেছে,একটা পাগলেও বোঝে যারা নবীজীকে কটূক্তির প্রতিবাদে এবং নাস্তিকদের ফাঁসির দাবীতে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেয় তারা কোরআন পোড়ানোতো দুরে থাক একথা মুখে উচ্চারণ করলে তার টুটি টেনে ছিঁড়ে ফেলবে,আমি নিজে দেখেছি গতকালকে দুপুর থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকা ছাত্রলীগ ও পুলিশের দখলে ছিল,কোন টুপি দাড়িওয়ালাকে পেলেই গুলি করছে তাহলে তারা কিভাবে সেখানে গেল?নিজেরা পুড়িয়েছে আর মিডিয়াতে এই কথা প্রচার করে জনগণকে বোঝানোর চেষ্টা করছে হেফাজতরা কত খারাপ,মাতলামি করতে করতে স্বাভাবিক সেন্সটুকু ও খেয়ে ফেলেছে।সবশেষে একথাই বলি তোমাদের পাপের সের পুরে যাবে খুব দ্রুত,প্রস্তুতি নাও কোরআন পোড়ানো,হা-ফেজে কোরআন সহ হাজার-হাজার মুজাহিদকে শহীদ সহ অসংখ্য পাপের সাজা আস্বাদন করতে।

***নাঈমুল হক***

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File