হরতাল দিয়ে কোন লাভ হচ্ছেনা,বিকল্প কিছু ভাবতে হবে।

লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৯ এপ্রিল, ২০১৩, ১১:৫৪:৪৮ রাত

বাংলাদেশ বর্তমানে ইতিহাসের সব থেকে সংকটময় সময় অতিক্রম করছে।এর জন্য সম্পূর্ণরূপে সরকার দায়ী।প্রত্যেকটা দল বিভিন্ন ইস্যুতে সবসময় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে।যে কারণে অবরোধ হরতাল ইত্যাদি সবসময় লেগেই আছে।এতে যে দেশের অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে কত ভাটা পড়ছে তাতে সরকারের কোন ভ্রুক্ষেপ নাই।আসলে এ সরকারের লজ্জা নেই,এতটুকু বোধ নাই যে আমি খারাপের সীমানা কি পরিমাণে অতিক্রম করেছি যে কারণে দেশে এমন কোন সেক্টর নায় যারা আমার বিরুদ্ধে আন্দোলন করছেনা,একটু মনেও চাচ্ছেনা যে দেশটা এত অধঃপতনের দিকে যাচ্ছে শুধু আমার কাজের জন্য তাহলে একটু চেঞ্জ হয়।আমি আন্দোলনকারীদের বলছি এভাবে হরতাল চলতে থাকলে দেশের বারোটা বেজে যাবে তাতে সরকারের কিছুই হবেনা বরং তারা এটাই চাই সুতরাং যে কর্মসূচীর মাধ্যমে ঘাড় ধরে গদি থেকে নামানো যায় সেই কর্মসূচী দিন।

বিষয়: রাজনীতি

৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File