এবার শেখ হাসিনার সংলাপ টোপঃ বেগম জিয়াকে গিলাতে চাচ্ছে দালালরাঃ এটা হবে বিএনপি'র গলার ফাঁস

লিখেছেন লিখেছেন খাস খবর ০৩ মে, ২০১৩, ০৬:৩৩:১৫ সকাল



মো. অহিদুজ্জামান

১৯৪৭-'৭১- এর ২৫ মার্চ পর্যন্ত রাজনৈতিক সংকট নিরসনে গভর্নর হাউজে (বর্তমানে বঙ্গভবন) আনুষ্ঠানিক অনেক সংলাপ হয়েছে। অবশেষে পাকিস্তান ভেঙ্গে গেল। সংলাপের এক খল নায়ক জনগণের কাছ থেকে পালিয়ে পাকিস্তান সেনাবাহিনীর আশ্রয়ে চলে গেল। সাড়ে সাত কোটি মানুষ এক গভীর সঙ্কটে নিপতিত হলো। এক কথায় সকলেই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বাঙালি জাতির এমন ক্রান্তিকালে মেজর জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু করলেন মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস পর স্বাধীনতা এলো। জন্ম হলো বাংলাদেশের। এরপরও অসংখ্য সংলাপ হয়েছে। ৯ বছর চেপে বসা শ্বৈরাচার হটাও আন্দোলনেও

এই সংলাপ চালাচালি হয়েছে। অবশেষে '৯০- এর গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পেয়েছে। '৯৫ সালের গোলাম আজমের কেয়ারটেকার সরকার ব্যাবস্থা নিয়েও সংলাপ হয়েছে। শেষ পর্যন্ত আ'লীগ জামায়াতের সঙ্গে জোটবেধে ৩৯ দিন লাগাতার হরতাল দিয়ে ব্যাপক জানমালের ক্ষতি করে দাবি আদায়ে করেছে। ২০০৬ সালে আবদুল মান্নান ভুঁইয়া-আবদুল জলিল সংলাপ সংলাপ খেলা করেছেন। এই দুই আবদুলের দীর্ঘ সংলাপ শেষে জাতিকে উপহার দিয়েছিল একটা অশ্বডিম্ব। পরে অর্থাৎ ২৮ অক্টোবর লগি

বৈঠার আঘাতে তরতাজা ২ ডজনের বেশি প্রাণ খুন হলো। লাশের ওপর নৃত্য নর্তন-কুর্দন করে আ'লীগ দাবি আদায়ের নামে কাশিম বাজার ষড়যন্ত্র সফল করে নিল। ২০০৮ সালের ডিসেম্বরের পাতানো নির্বাচনে ক্ষমতায় এসে একেরপর এক ঘটনার জন্ম দিয়ে লুটপাট সব আঁড়াল করে আসছে ঘটেসি বেগম। সর্বশেষ সাভারের স্বরণকালের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে তার দলের লোকজন। যার রেঁস এখনো কাটেনি। এটাকে ধামাচাপা দিতেই এখন সংলাপ নামের টোপ ফেলেছে বিএনপির ছাগু নেতাদের সামনে। এনিয়ে মতামাতি চলবে বেশ কিছুদিন। চাপা পড়বে এই জগণ্যতম হত্যাকাণ্ডের ঘটনা। এরপর ঘটবে আরএকটা। অবশ্য বেগম জিয়াকে গ্রেফতারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। সাভারের এই ঘটনা না ঘটলে দেশবাসি সেটাই দেখতো। তবে এখনো সেই আশঙ্কা কেউ উড়িয়ে দিচ্ছেন না। হয়তো দেখা যাবে সংলাপ সংলাপ খেলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ওইটাকেই সামনে নিয়ে আসছে। এভাবে আগস্ট-সেপ্টেম্বর পার করে আবার পাতানো নির্বাচন। তা বিশ্বাষযোগ্য করতে ৩/৪ ডজন আসন ছেড়ে দিয়ে ফের মসনদে ঘটেসি বেগম। আর একাজ সফল করতে কাকে ব্যাবহার করবে তা সময়ে এলে দেশবাসি দেখতে পাবে। অবশ্য ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করাতে ব্যাবহার করেছিল জামায়াত নেতা মুজাহিদকে। এমনকি জামায়াত আমীর মাওলানা নিজামীও নির্বাচনে যেতে চায়নি বলে শোনা যায়। একমাত্র মুজাহিদ দাপট দেখিয়ে বাধ্য করে।

বিষয়: বিবিধ

১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File