প্রায় ৮৪ শতাংশ মানুষ মনে করে সাংবাদিকরা অসৎ ও দলবাজ
লিখেছেন লিখেছেন খাস খবর ২১ মার্চ, ২০১৬, ০২:৪৪:৪২ রাত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপটারের বেইস লাইন জরিপ পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশে সংবাদ বিষয়ে সচেতন ৮৩ দশমিক ৫ শতাংশ হাউসহোল্ডার মনে করেন বাংলাদেশের সাংবাদিক সমাজ পেশাগতভাবে অসৎ ও দলবাজ।
'বাংলাদেশে দুর্নীতি' জরিপঃ একটি পর্যালোচনা শিরোনামে এই প্রতিবেদনে আরো বলা হয়, জরিপে অংশ গ্রহণকারিরা সংবাদমাধ্যমের তীব্র সমালোচনা করে বলেছেন প্রতিটা নিউজ ইভেন্টে দেখা যায় সত্যকে আড়াল করার মানসিকতা নিয়েই তাদের দলবাজির স্বার্থ হাসিলের উদ্দেশে গড়মিল কিংবা বাড়িয়ে কমিয়ে সংবাদ পরিবেশন করে থাকে এবং অযথা বিতর্ক তৈরি করে। ৯৫ শতাংশ পাঠক মনে করেন সংবাদ হওয়া উচিৎ বস্তুনিষ্ঠ, সত্যতথ্য নির্ভর ও নিরপেক্ষ।
বিষয়: রাজনীতি
১১৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন