কুরআন শিক্ষা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৮ মার্চ, ২০১৩, ০৪:২০:১১ বিকাল
বয়ষ্কদের জন্য কুরআন শিক্ষাকেন্দ্র
বয়ষ্ক ও কর্মজীবি মানুষের জন্য আন-নূর নৈশ মাদরাসা সহীহভাবে কুরআন ও হাদীস শিক্ষা চালু করেছে। এখানে গিয়ে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন স-রের মানুষ সারাদিন কর্মব্যস-তা শেষে সন্ধ্যার পর যখন বিশ্রাম প্রয়োজন তখন অত্যন- যত্নের সাথে আল্লাহর কালাম সহীহভাবে পড়া শিখছেন।
এখানকার শিক্ষকগণও বেশ আন-রিক। অত্যন- যত্নের সাথে তাঁরা পবিত্র কুরআনের শিক্ষা দিয়ে চলেছেন বয়ষ্ক মানুষকে।
চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন এবং যদি এখনও কুরআন পড়া শেখার সুযোগ না পেয়ে থাকেন তবে আর অবহেলা না করে এ সুযোগটি কাজে লাগান। হয়ত এর উসিলায় আপনি কিয়ামতের দিনে নাজাতের ফায়সালা পেতে পারেন।
যোগাযোগ করুন ঃ
আন-নূর নৈশ মাদরাসা
রায়ের বাজার
(বুদ্বিজীবি স্মৃতিসৌধের পেছনে)
মোবাইল ঃ ০১৫৫২-৪৭৪০৩০
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন