স্বপ্ন ভাইয়ের কাছে যা শিখল - ৩

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২১ অক্টোবর, ২০১৪, ০২:৪৭:৩৯ দুপুর

এরপর সে অহংকার করে তার বন্ধুকে নিয়ে সেই বাগানে প্রবেশ করল এবং গর্বের সাথে বলল, আমার তো মনে হয় না যে, এ বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। আর আমি ধারণা করি না যে, কেয়ামত হবে। আর যদি আমাকে কখনও আমার রবের কাছে প্রত্যাবর্তিত করানোই হয়, তবে অবশ্যই আমি সেখানে এর চেয়ে উৎকৃষ্ট স্থান পাবো। (সুরা কাহাফ ঃ আয়াত - ৩৫-৩৬)

বাগান মালিকের অহংকারী কথা শুনে তার বন্ধু তাকে সতর্ক করে দিল, আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করছিলে, তখন এরূপ কেন বললে না যে, আল্লাহ যা ইচ্ছে করেন তা-ই হয়ে থাকে, আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো ক্ষমতা নেই? যদি তুমি আমাকে সম্পদে ও সন্তান-সন্তুতিতে তোমার চেয়ে হীন মনে করো, তবে আশা করি অচিরেই আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উৎকৃষ্টতর কিছু দান করবেন ...... (সুরা কাহাফ ঃ আয়াত - ৩৯-৪০)

সে তার বন্ধুর এ সতর্কতাকে কোনো গুরুত্বই দিল না বরং তার বন্ধুর চেয়ে সে যে ধনী সেই অহংকারে তৃপ্তি বোধ করতে লাগল। অবশেষে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিলেন। এক রাতে তিনি প্রচন্ড এক ঝড় দিলেন। আর সে ঝড়ে তার বাগানের সব লন্ড-ভন্ড হয়ে গেল।

পরদিন সকালে বাগানের মালিক তার বাগানে গিয়ে দেখল, তার সাধের ও গর্বের যে বাগান তা মাটির সাথে মিশে গেছে। তখন তার উপলব্ধি হলো যে, একমাত্র আল্লাহই অসীম ক্ষমতার মালিক এবং সৃষ্টির সব কিছুই তাঁর নিয়ন্ত্রণে। .... তার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল, ফলে সে ঐ বাগানের জন্য যা কিছু ব্যয় করেছিল তার জন্য অনুতাপ করতে লাগল, আর বাগানটি মাচানসহ ভূমিতে পড়ে রইল। সে বলতে লাগল, হায়! আমি যদি কাউকে আমার রবের সাথে শরীক না করতাম। (সুরা কাহাফ ঃ আয়াত - ৪২)

আমাদের সকলেরই এ ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত, বুঝেছ স্বপ্ন? অন্য মানুষের সঙ্গে আমাদের আচরণও সে রকম হওয়া উচিত যেমন আল্লাহ এবং তাঁর রাসুল (সঃ) বলেছেন।

[আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মার্তৃগর্ভ থেকে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু ও হৃদয়, যেন তোমরা তাঁর শুকরগুজারী করো। (সুরা নাহল ঃ আয়াত - ৭৮)]

(সমাপ্ত)

বিষয়: সাহিত্য

১২৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276732
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫১
আফরা লিখেছেন : জাজাআল্লাহ খায়ের । অনেক ভাল লাগল ।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
220690
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আফরামনি। অনেকদিন পর আমার পোষ্টে ১ম হয়েছ। সমালোচনা থাকলে জানাও। ছোট্ট সোনামনিদের জন্য বই বের হবে।
276746
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
ইবনে আহমাদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
আচরণ কেমন হওয়া উচিত। আয়াতগুলোর আলোকে আপনার পর্যালোচনা হলে ভাল হত।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৪
220710
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। চেষ্টা করব, নোট রাখলাম।
276753
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো। আয়াত অনুবাদ গুলির ভাষা আরেকটু সরল হলে মনে হয় ভাল হতো।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৫
220715
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই। আসলে অনুবাদটা আমার করা নয়। এটা বাংলা কুরআন শরীফ থেকে কপি করা।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৩
220793
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হাফিজ মুনিরুদ্দিন আহমদ এর "আলকুরআন এর সরল বাংলা অনুবাদ" থেকে ব্যবহার করতে পারেন।তার ভাষা যথেষ্ট সহজ।
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
220799
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : পরাপমর্শের জন্য ধন্যবাদ সবুজ ভাই। ঐ কপিটা আমার কাছে আছে। দেখব ইনশাআল্লাহ।
276827
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

চালিয়ে যান

অনেক যোগ্যব্যক্তির মন্তব্য দেখে ভালো লাগছে

আল্লাহতায়ালা কবুল করুন

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৪
221044
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে কবুল করুন। আমী্ন।
276925
২২ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৮
বুড়া মিয়া লিখেছেন : এটার সমাপ্তিও খুব সুন্দর হয়েছে, আপনার প্রচেষ্টা সবার কাজে লাগুল দোয়া রইলো
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৫
221046
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। আপনাদের উৎসাহ আমার কাজে লাগবে।
288059
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২২
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
233549
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আবারও ধন্যবাদ, ইশতিয়াক ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File