হৃদয়ের গল্পটি ক্ষনিকের ছিলো 
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২১ অক্টোবর, ২০১৪, ০২:৪৪:০১ দুপুর
যখন তুমি ছিলে
ছিলো স্বপ্নের বারিধারা
যখন তুমি ছিলে
ছিলো সুরভিত জগৎটা।
যখন তুমি ছিলে
ছড়িয়েছিলো বাতাসে সুবাস
যখন তুমি ছিলে
ছিলো রঙ্গীন চারিপাশ।
যখন তুমি ছিলে
আলোকিত ছিলো পথ
যখন তুমি ছিলে
ছিলো জীবন আনন্দময় ।
যখন তুমি ছিলে
ছিলো উজ্জ্বল কিরণ
যখন তুমি ছিলে
ছিলো নতুন এক ভুবন।
হৃদয়ের গল্পটি ক্ষনিকের ছিলো
অতঃপর হৃদয়টি চুরমার হয়ে গেলো।
দুপলের ছিলো সে স্বপ্নের সময়কাল
তুমি আর আমি কোথায় আজকাল।
বিষয়: ব্লগর ব্লগর
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথম মন্তব্যের জন্য ফুলেল শুভেচ্ছা।
ভুল টুল শুধরে দিতে হলে জ্ঞানী হতে হয়। আমিতো জ্ঞানী নয়
আপনার ব্লগে গিয়ে দেখলাম, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন।
আমি জ্ঞানী নয় অজ্ঞানী
আপনার মন্তব্যে ভীষন হাসি পেলো।
হৃদয় মাঝে এমন সাঁজে ক্যানরে দোলা দাও
আফরাপুর কাছে আজ একটা নতুন শব্দ শিখলাম
কবিকেও ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
মন্তব্যের জন্য শুকরিয়া। ভালো থাকুন।
যার যেটা ইচ্ছে সানন্দে ডাকতে পারেন।
ভাল লাগলো। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন