মনটি আমার করে শুধু ছুটোছুটি 
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ১২ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৩:১৪ রাত
মনটি আমার
পাখির ডানায় ভর করে
নীল আকাশে উড়ে চলে,
মেঘের ভেলায় ভেসে ভেসে
আকাশের সৌন্দর্য্য উপভোগ করে।
মনটি আমার
প্রজাপতির পাখায় ভর করে
ঘুরে বেড়ায় ফুলের কাননে ,
রঙ বেরঙয়ের ফুলে ফুলে উড়ে উড়ে
ফুলের সুবাস আহরণ করে।
মনটি কেনো করে শুধু
পাখির মতো উড়াউড়ী
এদিক সেদিক ঘুরাঘুরি,
চুপটি মেরে বসতে বললে
করে আরো বেশী ছুটোছুটি।
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
বাঁধতে চাইলে হয় বাঁধনহারা...
সুন্দর মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ।
দৃষ্টি নন্দন ছবি সংযোজনের কাব্যিক এই আয়োজন ভাল লাগল অনেক,ধন্যবাদ ও শুভেচ্ছা রইল!!
ভালোলেগেছে কবিতা কে
আমিতো আছিই, কোথাও যায়নি, মাঝে মাঝে এসে সবাইকে দেখে যায়। ব্লগের অবস্থা দেখে ব্লগিং করতে মন চায় না।
আলহামদুলিল্লাহ ভালো আছি।
মন্তব্য করতে লগইন করুন