বন্ধু আমার

লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ২১ অক্টোবর, ২০১৪, ০২:৪২:০৭ দুপুর



সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডশিপ ডে নিয়ে মাতামাতি দেখে ডায়েরীতে কিছু কথা লেখা ছিল। যা আজ তুলে দিলাম এখানে।

আজ থেকে প্রায় নয় বছর আগে- পড়ন্ত বিকেলে কোচিং শেষে ফিরছিলাম বগুড়ার আলতাফুন্নেছা মাঠের পাশ দিয়ে। হঠাত্ পিছন থেকে লাল রংয়ের এক সাইকেল এসে সামনে থেমে গেল, হাত বাড়িয়ে একটা এলপেন ক্যান্ডি হাতে ধরিয়ে দিয়ে বলল "হ্যাপি ফ্রেন্ডশিপ ডে"।

অজ পাড়াগাঁয়ে মানুষ হওয়া আমি এসব দিবস সম্পর্কে একদমই জানতামনা। তাই একটু হকচকিয়ে গিয়েছিলাম। পরে জেনেছি বিভিন্ন দিবসের ব্যাপারে যা আমার কাছে বোগাস ছাড়া কিছুই মনে হয়নি। আর বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখার পরে দেখেছি এই বন্ধু দিবস কিংবা ভালোবাসা দিবস কেন্দ্রিক নোংরামি, রং তামাশা আর বেহায়াপনা যা এ ব্যাপারে মনের মাঝে তৈরি করেছে চরম ঘৃণা।

তাই বলে আমার বন্ধু নেই বা কাউকে ভালবাসিনা এমনটি নয়। বরং চলাফেরা, মোয়ামেলাতে আমি চিনেছি আমার প্রকৃত বন্ধুদের; জেনেছি বন্ধুত্বের আসল রূপ। আমি জেনেছি ভালবাসার মানুষদের; শিখেছি আলাদাভাবে ভালবাসতে।

বন্ধু আমার কাছে একটি শব্দ নয়; বরং চলার পথে দ্বীনের আলোয় প্রজ্বলিত দিশারি। যেমনটি মুসাঃ আঃ আল্লাহর কাছে তার ভাই হারুন আঃ কে চেয়েছিলেন বন্ধুরূপে যেন দ্বীনের হাত শক্ত হয় তেমনিভাবে আমিও ছোট বড় সকলকেই বন্ধু মেনে চলি যারা দ্বীন আল ইসলামের পথে আমায় সাহায্য করে।

বন্ধু তো আমার সেই আতরওয়ালা, যার কাছে থেকে সুগন্ধ পেয়ে হই সুগন্ধযুক্ত আর বেঁচে চলি হাপর চালনাকারী হতে যে কাউকে পোড়ায় অথবা গন্ধ ছড়ায়। বন্ধু সে ই যার কাছে থেকে আমি দ্বীন শিখতে পারি অথবা তাকে শেখাতে পারি। না কালো, না সাদা; না বাংলাদেশি, না আমেরিকান; বিভেদের কোন ঠাঁই অন্তরে নেই, আছে শুধু আল্লাহর জন্য ভালোবাসা ও বন্ধুত্ব আর আল্লাহর জন্যই শত্রুতা। তাই যারা আল্লাহ ও আল্লাহর রাসুল সাঃ কে ভালবাসে তারা আমার বন্ধু। যারা আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে আমায় সহায়তা করে তারা আমার বন্ধু।

বয়সের সীমাবদ্ধতায় বন্ধুত্বকে বাঁধতে আমি রাজি নই। ছোট, বড় বা সমবয়সী যারা আমার ভাল চায়, যে ভুলগুলো শুধরিয়ে দেয় অবলীলায় সে আমার বন্ধু। যে আমায় চলতে শেখায় দ্বীনের রাস্তায়, যে আমায় দেখায় ইসলামের আদর্শগুলি সে ই আমার বন্ধু। এ তালিকায় সে শিশুটিও রয়েছে যে তার নিটোল হাসিমাখা মুখ দিয়ে জয় করে সবার মন, আবার রয়েছে অশীতিপর বৃদ্ধ যিনি চোখ রাঙ্গিয়ে শুধরিয়ে দেন ত্রুটিসমূহ। সে ছোট ভাইটিও আছে যে দীর্ঘ একমাস তারাবীহের সালাতে আমার জন্য স্বেচ্ছায় ঠান্ডা পানির বোতল নিয়ে গিয়েছে নিজে কষ্ট করে, ছিপি খুলে হাতে তুলে দিয়েছে শ্রদ্ধাভরে; সে বড় ভাই যারা সালাতের পরে অপেক্ষা করেছে একসাথে দ্বীনের আলোচনা করতে করতে ফিরবে বলে। সে ভাইগুলি আমার বন্ধু যারা ইফতার প্রোগ্রামে ছোলার বস্তা বা খেজুরের কার্টুন বহনে প্রতিযোগিতা করেছে। তালিকায় আছে সেই সব জানা অজানা নাম যারা দোয়া করেছে এই অধমের জন্য আল্লাহর দরবারে।

ক্ষনস্থায়ী এ দুনিয়ার কয়েকটি দিন নয়, অনন্ত জিন্দেগির পাথেয় উপার্জনের লক্ষ্যে যাদের পথচলা তাদের বন্ধু হয়ে জীবনের সফলতা আহরনই আমার প্রত্যাশা।

আমার বন্ধুত্ব আর তার নিগড় তাই সসীম পৃথিবী নয় বরং অনন্ত অসীম জীবনের টানে। এ বন্ধুত্বের পরিসীমা কল্পনার সীমানা পেরিয়ে জান্নাতের বাগানে। এ বন্ধুত্ব জান্নাতে হাতটি বাড়িয়ে কাছের মানুষদের "আহলান সাহলান-খোশ আমদেদ" বলার উচ্ছাসে।

আল্লাহ আমাদের সবাইকে জান্নাতী বন্ধু হিসেবে কবুল করুন। আমীন।

----------------------------------০--------------------------------

আবু নাছের

২১/১০/২০১৪, ঈসায়ী

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276735
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : ক্ষনস্থায়ী এ দুনিয়ার কয়েকটি দিন নয়, অনন্ত জিন্দেগির পাথেয় উপার্জনের লক্ষ্যে যাদের পথচলা তাদের বন্ধু হয়ে জীবনের সফলতা আহরনই আমার প্রত্যাশা।

অসম্ভব সুন্দর বলেছেন। ধন্যবাদ
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৪
220713
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাললাহ খাইরান। ধন্যবাদ আপনাকেও। Good Luck
276739
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৪
আফরা লিখেছেন : অনেক ভাল লাগল । বন্ধু definition খুব ভাল হয়েছে । এরাই প্রকৃত বন্ধু ।

আল্লাহ আমাদের সবাইকে জান্নাতী বন্ধু হিসেবে কবুল করুন। আমীন।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৪
220714
এস এম আবু নাছের লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। জাযাকাল্লাহ খাইরান।Good Luck
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৩
222989
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমীন Praying Praying
276978
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৫
220962
এস এম আবু নাছের লিখেছেন : আপোনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
278986
২৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৬
মামুন লিখেছেন : লেখাটি Rose Rose ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২৯ অক্টোবর ২০১৪ রাত ১২:২১
222865
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান। আপনার মন্তব্য পেয়ে আমিও পুলকিত। ধন্যবাদ গ্রহন করবেন।
279141
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৪:১৭
কাহাফ লিখেছেন :
আপনার প্রতি টা লেখনীই অসাধারণ অনুভূতির ব্যপ্তি ছড়িয়ে যায় হ্রদয়ে! বন্ধুত্বের প্রকৃত স্বরুপ বিশ্লেষণে নান্দনিকতা বিমুগ্ধ করেছে।
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে....। Rose
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৪
223049
এস এম আবু নাছের লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম। আপনার প্রতিটি মন্তব্য আমায় নতুন করে নতুন উদ্দীপনায় লিখতে প্রেরণা যোগায়। ওনেক অনেক মোবারকবাদ রইলো, আপনার সুন্দর মন্তব্যের জন্য। Good Luck Good Luck Good Luck
279243
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
যারা আল্লাহ ও আল্লাহর রাসুল সাঃ কে ভালবাসে তারা আমার বন্ধু।

যারা আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে আমায় সহায়তা করে তারা আমার বন্ধু।

ছোট, বড় বা সমবয়সী যারা আমার ভাল চায়, যে ভুলগুলো শুধরিয়ে দেয় অবলীলায় সে আমার বন্ধু।

যে আমায় চলতে শেখায় দ্বীনের রাস্তায়, যে আমায় দেখায় ইসলামের আদর্শগুলি সে ই আমার বন্ধু।

Thumbs Up Thumbs Up Bee Bee Thumbs Up Thumbs Up
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৮
223051
এস এম আবু নাছের লিখেছেন : অনেক ধন্যবাদ। আমার লেখা থেকে আপনার পছন্দের অংশটুকু বাছাই করে নেবার জন্য। যখন লিখেছিলাম, তখন মন থেকে যা বের হয়েছিল তাই এখানে রেখে গিয়েছি। আপনাদের আন্তরিকতা আর বন্ধুত্বপূর্ণ সাড়া পাওয়ায়, আমি সত্যিই আপ্লুত। জাযাকাল্লাহ খায়রান। Good Luck Good Luck Good Luck
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৭
223061
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া আনতুম ফাযাজাকাল্লাহু খাইর
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪২
223062
এস এম আবু নাছের লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File