সেদিনের তরে

লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ১১ নভেম্বর, ২০১৪, ০৪:৪৬:২৭ বিকাল



আজি হতে বহুদিন পরে

কোন অপরাহ্ন অবসরে

চকিত মনে পড়ে মোরে

একটু ক্ষণিকের তরে

খুঁজে নিও বন্ধু সন্তর্পনে

টুডে ব্লগে রব সঙ্গোপনে।

কত কথা কত গান, জুড়ায় যে মন প্রান

দুঃখ শোকের মাঝে, পেয়েছে তা নব তান

দিন যত হয় গত, বন্ধু হয় সমাগত

আসে যায় কত শত, হৃদ হয় পুলকিত।

হাসি গানে সবে মিলে,

ক্ষণগুলো যায় চলে

স্মৃতি শুধু রয়ে য়ায়

মন মাঝে ব্যাথা দেয়।

জানি সব এভাবে এগোবার নয়

চলতি পথে কত শত বাধাও যে রয়।

সব বাধা সাথে নিয়ে

দেহ প্রানে দোলা দিয়ে

অমোঘ নিয়তি মেনে

চলি পথ ধীরলয়ে।

তবুও হারাবো কোন একদিন

চলে যাব বহুদূরে হবো যে বিলীন

কথা আর লিখাগুলো রবেনা অমলিন

খুঁজে ফিরে এই মোরে পাবেনা কোনদিন।

যেটুকু লিখছি হেথা মনের খুশিতে

আমি না থাকিলেও তাহা রবে ইহাতে

ভালকিছু যদি তব দিয়ে থাকি আমি

দোয়া কর যেন মাফ করে অন্তর্যামী।

ভুল যদি কিছু হয় অজান্তে মোর

মাফ চাইছি বন্ধু করে করজোর

জানিনা আমি কতদিন রব হেথায়

সেদিনের তরে জানাই শুভ বিদায়।

---------------০-----------------

এস এম আবু নাছের

৪ঠা মে, ২০১৪ ঈসায়ী

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283259
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
ফেরারী মন লিখেছেন : ক্ষণগুলো যায় চলে
স্মৃতি শুধু রয়ে য়ায়
মন মাঝে ব্যাথা দেয়। Broken Heart Broken Heart


এক কথায় ফাটাফাটি Thumbs Up Thumbs Up
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
226527
এস এম আবু নাছের লিখেছেন : মন্তব্যের জন্য মোবারকবাদ রইলো।
283281
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
226566
এস এম আবু নাছের লিখেছেন : আপনাকেও মোবারকবাদ।
283306
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
মামুন লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম।
শুভকামনা রইলো। Thumbs Up Rose Rose Rose
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
226567
এস এম আবু নাছের লিখেছেন : শুভেচ্ছাসহ মোবারকবাদ রইলো।
283372
১১ নভেম্বর ২০১৪ রাত ১১:২০
আফরা লিখেছেন : দিন চলে যায় দিনের মতই থেকে যায় শুধুই সুখ- দুঃখের কিছু স্মৃতি ।

কবিতা অনেক ভাল হয়েছে ভাইয়া ধন্যবাদ ।
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
226715
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকিল্লাহু খাইর আপুজ্বী।
283460
১২ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪৭
কাহাফ লিখেছেন :

ক্ষণস্হায়ী জীবনের চরম সত্য কিছু কথামালা কত আবেগময়-মায়াময় তুলে ধরলেন শ্রদ্ধেয় এস এম আবু নাছের ভাই!
দরদমাখা এমন অনুভূতিতে আমাকেও শামিল করে নেয়ার অনুরোধ রইল!
জাযাকুমুল্লাহু তায়ালা খাইরান ........ Thumbs Up Thumbs Up Rose Rose
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
226716
এস এম আবু নাছের লিখেছেন : কাহাফ ভাই, আপনি রয়েছেন হৃদয়ের বাঁধনে। জাযাকাল্লাহু খাইর।
283584
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
ওমর শরীফ লিখেছেন : অনেক ধন্যবাদ Thumbs Up Rose Rose Rose
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫১
226758
এস এম আবু নাছের লিখেছেন : আপনাকেও মোবারকবাদ।
283609
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আবু নাছের ভাইয়া। বাস্তবতার আলোয় মিশ্রিত অনুভূতিগুলো অতি প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী করে উপস্থাপনার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভকামনা। জাজাকাল্লাহু খাইর।
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
226765
এস এম আবু নাছের লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম আপুজ্বী। দোয়ার ফরিয়াদ রইলো।
285997
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৩২
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক অনেক সুন্দর কবিতা। Angel Angel খুব খুব ভালো লাগলো। Applause Applause Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File