স্বপ্ন

লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ২৮ মার্চ, ২০১৫, ০৯:৫৫:৪৮ রাত



স্বপ্ন এঁকে চলি আমি

করি স্বপ্নের সাথে বসবাস

স্বপ্নচারী মনটাকে চিনি

করে যায় সদা হাঁসফাস।

স্বপ্নখেয়া ভাসিয়ে সূদূরে

কখনও হারাই নীলিমায়

জীবনের রঙে রঞ্জিত হয়ে

কল্পমেঘে তরী ভাসাই।

স্বপ্ন ছোঁয়ার সাধ্য আমার

হবে কী আর কোনদিন?

জীবন যেথা চলছে অসার

কাঁধে নিয়ে বোঝা সঙিন।

স্বপ্ন দেখতে শিখিয়েছে যারা

তারা চলে গেছে অচিনপুর

মনের মুকুরে গান ব্যাথাভরা

যেন লেগেছে চৈত্রের দুপুর।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311539
২৯ মার্চ ২০১৫ রাত ১২:০১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। দারুণ লাগলো আপনার কবিতাটি।


স্বপ্ন দেখতে শিখিয়েছে যারা

তারা চলে গেছে অচিনপুর

মনের মুকুরে গান ব্যাথাভরা

যেন লেগেছে চৈত্রের দুপুর।

সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

২৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
252698
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাল্লাহু খাইর। অনেকগুলো ধন্যবাদ। অণুপ্রেরণা দেওয়ার জন্য মোবারকবাদ।
311614
২৯ মার্চ ২০১৫ দুপুর ০১:৩১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
২৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:১১
252699
এস এম আবু নাছের লিখেছেন : অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ গ্রহন করবেন।
353934
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
361482
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File