খোলা বাতায়ন
লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ১৮ মার্চ, ২০১৫, ১১:২১:০৩ রাত
ঐ দেখো দিন পেরিয়ে এল সন্ধ্যা
মন মাঝে করে কালো মেঘ ঘনঘটা
আজিকার দিন যেভাবে যাচ্ছে চলি
এমনকি হবে আগামীর রংগুলি?
দিনভর কত মুখ, কত শত কথা
রাত এলে হারিয়ে সব নিথর নীরবতা
ভিতরেই যখন আলো না থাকে আর
দিবসের আলোক সেথা পায়না আগার।
ভাবনায় ভালে আজ তীর্যক রেখা
জীবনের পথ দেখি বড় আঁকাবাকা
দিবাবসানে আঁধারে সামনে তাকাই
অমানিশা শুধু মোর চোখ ধাঁধায়।
ছোট জোনাকির যদি দেখা মিলে যায়
সেগুলোই আমার দীপশিখা জ্বেলে দেয়
চোখ দুটো মুদে রেখেও কল্পনা সাজাই
আঁধার এখন আমার বড্ড প্রিয় তাই।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা ভাল হয়েছে ভাইয়া অনেক ধন্যবাদ ।
কি হত তাহলে? খুব খারাপ হত। আদম হাওয়া দুইজনার পৃথিবীতে মোতেও ভাল ছিলেন না।
পনি যেখানে সাকা সেখানে। আমি কিন্তু পিছু ছাড়ছি না পনি!
সত্য কথা!
আমিও এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আশা করি আপনার সংগ পাব।
মন্তব্য করতে লগইন করুন