খোলা বাতায়ন

লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ১৮ মার্চ, ২০১৫, ১১:২১:০৩ রাত

ঐ দেখো দিন পেরিয়ে এল সন্ধ্যা

মন মাঝে করে কালো মেঘ ঘনঘটা

আজিকার দিন যেভাবে যাচ্ছে চলি

এমনকি হবে আগামীর রংগুলি?

দিনভর কত মুখ, কত শত কথা

রাত এলে হারিয়ে সব নিথর নীরবতা

ভিতরেই যখন আলো না থাকে আর

দিবসের আলোক সেথা পায়না আগার।

ভাবনায় ভালে আজ তীর্যক রেখা

জীবনের পথ দেখি বড় আঁকাবাকা

দিবাবসানে আঁধারে সামনে তাকাই

অমানিশা শুধু মোর চোখ ধাঁধায়।

ছোট জোনাকির যদি দেখা মিলে যায়

সেগুলোই আমার দীপশিখা জ্বেলে দেয়

চোখ দুটো মুদে রেখেও কল্পনা সাজাই

আঁধার এখন আমার বড্ড প্রিয় তাই।

বিষয়: বিবিধ

১৫৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309748
১৯ মার্চ ২০১৫ রাত ০১:৫৭
আফরা লিখেছেন : ভাইয়া আপনি কেমন আছেন ? কত্তদিন পড়ে আসলেন ।

কবিতা ভাল হয়েছে ভাইয়া অনেক ধন্যবাদ ।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৮:০৮
250771
গাজী সালাউদ্দিন লিখেছেন : 'তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়!'

কি হত তাহলে? খুব খারাপ হত। আদম হাওয়া দুইজনার পৃথিবীতে মোতেও ভাল ছিলেন না।

পনি যেখানে সাকা সেখানে। আমি কিন্তু পিছু ছাড়ছি না পনি!
১৯ মার্চ ২০১৫ সকাল ০৮:২১
250773
এস এম আবু নাছের লিখেছেন : অনেক কিছু মিলিয়ে কোনভাবেই সময় করতে পারছিলাম না। এবার কিছুদিন নিয়মিত হতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ভেবেছিলাম, সবাই বুঝি আমায় ভুলেই গেল। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
309777
১৯ মার্চ ২০১৫ সকাল ০৮:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
ভিতরেই যখন আলো না থাকে আর

দিবসের আলোক সেথা পায়না আগার।


সত্য কথা!
১৯ মার্চ ২০১৫ সকাল ০৮:২২
250774
এস এম আবু নাছের লিখেছেন : অনেক মোবারকবাদ ভাই। কেমন আছেন?
১৯ মার্চ ২০১৫ সকাল ০৮:২৮
250777
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ ভাল! আসলেন যখন না যাওয়ার অনুরোধ থাকল।

আমিও এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আশা করি আপনার সংগ পাব।
১৯ মার্চ ২০১৫ দুপুর ০১:২২
250874
এস এম আবু নাছের লিখেছেন : চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File