হয়তো ভিন্ন রকম, তাই বলে কি অসম্ভব?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৮ মার্চ, ২০১৫, ১১:৫৮:০০ রাত

কত লোক খেলা দেখবে কাল? ধরে নিলাম ৫ কোটি। এর মধ্যে অতি বয়স্ক ও নাবালগ-শিশু ৩ কোটি বাদ । বাকী ২ কোটি যুবক-যুবতী ১০/১২ ঘন্টা খেলা উপভোগ করবে।

এই ২ কোটি সচেতন মানুষ দেশের জন্য কী না করতে পারি আমরা ! এই যে দুই রাজনৈতিক শিবিরের চলে আসা দীর্ঘ দিনের বিরোধ যার ফলশ্রিতিতে দেশের আজ এই স্থবির অবস্থা। আমরা কি পারিনা সারা দেশে একযোগে মাত্র ২টি ঘণ্টার জন্য অবস্থান ধর্মঘট করে দেশের জন্য একটি স্থায়ী ও কার্যকর সমাধানে পৌছাতে রাজনৈতিক নেতাদের বাধ্য করতে? আমাদের নিয়ে যারা খেলছে আমরা কি পারিনা তাদেরকে দেশপ্রেমের সবক শিখাতে?আমাদের নাম ভাঙিয়ে যারা নোংরা রাজনীতি করছে, আমরা কি পারিনা তাদের বিরুদ্ধে গর্জে উঠতে?

আমরা কি একই সাথে বলতে পারিনা আমরা স্বৈরাচার চাইনা।

আমরা ভোট দিতে চাই, হরতাল- অবরোধ চাই না ।

খেলা হয়তো সাময়িক বিনোদন দিতে পারে, কিছু লোক হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিন্তু এই ২ কোটি মানুষের অরাজনৈতিক-নির্দলীয় দাবী ও সংগ্রাম ১৬ কোটি মানুষকে দীর্ঘস্থায়ী লাভ ও কল্যাণ দিতে সক্ষম হবে। সেটাই হবে আমাদের প্রকৃত অর্জন। চলুন না ভেবে দেখি!

দেশের ভালোবাসা কি আমাদের কাছে ২টি ঘণ্টা বা অর্ধবেলা সময় পেতে পারেনা? এটা কি খুব বেশী চাওয়া?

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309772
১৯ মার্চ ২০১৫ সকাল ০৭:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন :
খেলা হয়তো সাময়িক বিনোদন দিতে পারে, কিছু লোক হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিন্তু এই ২ কোটি মানুষের অরাজনৈতিক-নির্দলীয় দাবী ও সংগ্রাম ১৬ কোটি মানুষকে দীর্ঘস্থায়ী লাভ ও কল্যাণ দিতে সক্ষম হবে। সেটাই হবে আমাদের প্রকৃত অর্জন। চলুন না ভেবে দেখি!


হুম খুব ভেবে দরকার!

আমি দেখব না খেলা! হয়ত কেউ আমার দেশ প্রেম নিয়ে প্রশ্ন তুলবে! খেলায় দেখে ল্যাংটা নাচন দিয়ে দেশ পেম! এতো দেশ প্রেম কোথা থেকে যে আসে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File