Call Me ব্লগের এ বিষয়টি আমার বুঝে আসে না। Call Me

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৮ মার্চ, ২০১৫, ১১:১৪:৩৪ রাত

কিছু ব্লগারকে সময় সময় অনলাইনে দেখা যায়, কিন্তু তাদের কোন পোষ্ট বা কমেন্ট ছোখে পড়ে না। বাস্তবেই কি তারা অনলাইনে আছেন? নাকি মডুরা এভাবেই সিষ্টেম করে রেখেছেন। নিচের লিষ্টের প্রতি খেয়াল করে দেখুন এদের মধ্যে কত জন এক্টিভ আছেন।







এই লিষ্টের মধ্য থেকে সামান্য কিছু ব্যক্তিকে সবসময় এক্টিভ দেখা যায়, অধিকাংশকে একেবারেই দেখা যায় না। তারা কি অনলাইনে এসে তাদের ডিভাইসটি হারিয়ে ফেলেছেন?

কিছু দিন আগে সর্বোচ্চ মন্তব্যকারীদের লিষ্ট ও আপডেট হচ্ছিল না, হতভাগা ভাইয়ের পোষ্টের পর তা এখন সচল। কিন্তু এই লিষ্টটি আমাকে খুব ভাবায়। কিভাবে এই কিছু সংখ্যক ব্লগার ২৪/৭ অনলাইনে থাকেন? লিষ্ট বড় দেখানোর জন্য মডুরা এমন করে মনে হচ্ছে।

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309741
১৮ মার্চ ২০১৫ রাত ১১:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমিও আলসে ব্লগার. টুকটাক মন্তব্য করা ছাড়া ব্লগে তেমন লেখার সময় পাই না। Yawn Yawn
১৯ মার্চ ২০১৫ রাত ০১:১০
250745
আবু জান্নাত লিখেছেন : না ভাইয়া, আপনি নন। এই লিষ্টে এমন অনেক নিক আছে যাদেরকে সবসময় অনলাইনে দেখা যায়, কিন্তু এক্টিভ দেখা যায় না। বাস্তাবে কি তারা অনলাইনে? নাকি সিষ্টেমের ভূল? এটা জানতে এই পোষ্ট। ধন্যবাদ ভাইয়া।
309742
১৯ মার্চ ২০১৫ রাত ১২:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুধু কি তাই! নিচের পোস্টগুলো কোন জনমে লিখা হয়েছে কে জানে, এখনো নির্বাচিত ব্লগ পোস্টের স্থান দখল করে আছে।


১৯ মার্চ ২০১৫ রাত ০১:১২
250746
আবু জান্নাত লিখেছেন : হ্যাঁ ভাই, এব্যাপারটি তাহলে আপনিও লক্ষ্য করেছেন? অনেক ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৫ রাত ০১:৪০
250750
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনারা কি করে ব্লগ ঠিকিয়ে রেখেছেন আশা করি তাও জানতে চাইবেন। বছরে মাস ১২ টা আর টুডে ব্লগ বাধার মুখে পরেছে ২৪ বার।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৬:০৪
250766
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই আমরা সবাই জানি, জানি বলেইতো বিডি টুডে এতো ভালবাসি।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাইতো আমাদের কাজ তাই নয় কি? ১২ মাসের ২৪ বিপদ, তবুও আমাদের পথচলা যে থামবার নয়, তাই যেকোন মূল্যে ব্লগ গতিশীল রাখা, এবং গতিশীল রাখছেও,হা আমাদের ব্লগারদের কথা ভেবে বাধ বিপত্তি সত্ত্বেও, তাই আমরা কৃতজ্ঞ।

কিন্তু আজ আমি এবং আবু জান্নাত ভাই অথবা আবদূর রহিম ভাই যে ছবিগুলো দেখালেন, তা যে আমাদের গতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে! মডারেটররা অনেক ঝুঁকি নিয়ে কষ্ট করে ব্লগ পরিচালনা করেন, এখনো না হয়য় একটু কষ্ট করলে! স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাতেই প্রকৃত স্বার্থকতা, স্রোতের সাথে মিশে যাওয়াতে নয়।
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:২৩
250862
আবু জান্নাত লিখেছেন : গাজী ভাই ও শাহীন ভাই আপনাদের মতামত পড়ে বুঝলাম ব্লগ পরিচালকদের ও টুডে ব্লগকে আপনারা ভিষণ ভালোবাসেন। আমিও কিন্তু আপনাদের একজন। অনেক ধন্যবাদ। @শাহীন ও গাজী।
309743
১৯ মার্চ ২০১৫ রাত ১২:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় সুহৃদ আংকেল। আপনার সাথে আমিও জানার অপেক্ষায়। ফোনে ছিলাম তাই দেরী হয়ে গেল...।
জাজাকাল্লাহু খাইর।
১৯ মার্চ ২০১৫ রাত ০১:১৫
250747
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আন্টি মনি। দেরী হয়েছে তাতে কি! জানার অপেক্ষাতো আমার সাথেই করছেন। অনেক শুভেচ্ছা আন্টি মনি।
১৯ মার্চ ২০১৫ রাত ০১:৪০
250751
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনারা কি করে ব্লগ ঠিকিয়ে রেখেছেন আশা করি তাও জানতে চাইবেন। বছরে মাস ১২ টা আর টুডে ব্লগ বাধার মুখে পরেছে ২৪ বার।
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:২৪
250863
আবু জান্নাত লিখেছেন : জ্বি শাহীন ভাই, ধন্যবাদ।
309745
১৯ মার্চ ২০১৫ রাত ১২:২৭
আবু জারীর লিখেছেন : আশা করি মডুরা জবাব দিবেন।
১৯ মার্চ ২০১৫ রাত ০১:১৮
250748
আবু জান্নাত লিখেছেন : জ্বি ভাই জবাবের অপেক্ষায় রইলাম। জবাব না দিলেও অন্তত বিষয়টি সঠিক ভাবে পরিচালনা করুক। ধন্যবাদ ভাইয়া।
309746
১৯ মার্চ ২০১৫ রাত ০১:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনারা কি করে ব্লগ ঠিকিয়ে রেখেছেন আশা করি তাও জানতে চাইবেন। বছরে মাস ১২ টা আর টুডে ব্লগ বাধার মুখে পরেছে ২৪ বার।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৬:১৯
250768
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিপদমুক্ত সময় অন্তত আমাদের জন্য নয়! তবুও আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ থাকব।

আপনার কমেন্টে আমরা জানতে পারলাম, 'বাধা' একটি কারণ ব্লগের এই বেহাল অবস্থার, এইতো হয়ে গেলোতো। এর পরে মনে হয়য় না কেউ আর তা নিয়ে উচ্চবাক্য করবে।

আপনাকে অনেক ধন্যবাদ ব্লগের উপর বাধা বিপত্তির কথা আমাদের মনে করিয়ে দেয়ার জন্য।
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:২৫
250864
আবু জান্নাত লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই আমরা সবাই জানি, জানি বলেইতো বিডি টুডে এতো ভালবাসি।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাইতো আমাদের কাজ তাই নয় কি? ১২ মাসের ২৪ বিপদ, তবুও আমাদের পথচলা যে থামবার নয়, তাই যেকোন মূল্যে ব্লগ গতিশীল রাখা, এবং গতিশীল রাখছেও,হা আমাদের ব্লগারদের কথা ভেবে বাধ বিপত্তি সত্ত্বেও, তাই আমরা কৃতজ্ঞ।

কিন্তু আজ আমি এবং আবু জান্নাত ভাই অথবা আবদূর রহিম ভাই যে ছবিগুলো দেখালেন, তা যে আমাদের গতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে! মডারেটররা অনেক ঝুঁকি নিয়ে কষ্ট করে ব্লগ পরিচালনা করেন, এখনো না হয়য় একটু কষ্ট করলে! স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাতেই প্রকৃত স্বার্থকতা, স্রোতের সাথে মিশে যাওয়াতে নয়।
309752
১৯ মার্চ ২০১৫ রাত ০২:১৬
আফরা লিখেছেন : ভাইয়া সবই কি জিঙ্গেস করতে হয় নাকি এমন কিছু আছে যা নিজে নিজে বুঝে নিতে হয় বুঝেছেন ভাইয়া ।
১৯ মার্চ ২০১৫ সকাল ০৬:১৪
250767
গাজী সালাউদ্দিন লিখেছেন : জানার পরেও, বুঝার পরেও মুখ থেকে শোনা অথবা মুখ দিয়ে বলার মাধ্যমেই বুঝার পরিপূর্ণতা আসে, কৌতূহল মেটে পনি!

'ভালবাসি' শব্দটি এতো প্রাচীন, এতো বেশি বার বলার হয়েছে যা এতো দিনে শুনতে চাওয়া বা বলতে যাওয়া মহাবিরক্তের কারণ হতে পারত, তবু প্রতিবারই যেন সম্পূর্ণ নতুন রুপে, নতুনভাবে হৃদয়ে তোলপাড় তুলে এই দুটি শব্দ, শুনার আগ্রহ কখনো ফুরিয়ে যায় না!

চোখের সামনে এতোগুলো জিনিস দিনের পর দিন ঝুলে থাকায় সমস্যার তীব্রতা বুঝা সত্ত্বেও কৌতূহলী মনে জানার আকাংক্ষা তীব্র হয়ে উঠা অসম্ভব নয়। তাইতো....
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:৩২
250865
আবু জান্নাত লিখেছেন : তা বুঝেছি, কিন্তু ভালবাসার ব্লগটার হাল-বেহাল হয়ে যাওয়া যেন মন মানছে না। তাই সম্মানীত মডুদের দৃষ্টি আকর্শন করলাম, বুঝলেন ছোট আপু, গাজী ভাই আমার খুব কাছের, তিনি আমার পক্ষথেকে জবাবটা আরো সুন্দর করে দিলেন। আমি হয়তো এত সুন্দর করে দিতে পারতাম না। অনেক ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:৩৬
250866
আবু জান্নাত লিখেছেন : অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা গাজী ভাই। দিন দিন কেমন যেন আপনজন হয়ে যাচ্ছেন।
309754
১৯ মার্চ ২০১৫ রাত ০২:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এখানে খেয়াল করলে দেখবেন প্রতিযোগিতা ব্লগ নিচে সর্বশেষ মন্তব্য আর সর্বশেষ প্রতিমন্তব্য গুলো থাকার কথা কিন্তু নেই.....!!
এখানে দেখেন কোন ব্লগারের পুরো ব্লগে গেলে কয় বার পড়িত বা কয়টি মন্তব্য তা দেখাবার কথা কিন্তু দেখায়না!!! লেখকের সর্বশেষ মন্তব্য আর সর্বশেষ প্রতিমন্তব্য গুলো দেখাবার কথা কিন্তু নেই....!


আশা করি আপনার পোস্টের মাধ্যমে মড়ু মামার ঘুম ভাঙ্গবে।
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:৪০
250867
আবু জান্নাত লিখেছেন : জ্বী ভাইয়া আপনাদের সাথে আমিও অপক্ষোয়.... স্ক্রীনশঠ সহ মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছ।
আপনার বাচ্চাটি ভালো আছে তো! তাকে কি নামে ডাকেন?
১৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪০
250884
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আলহামদুলিল্লাহ ভালো আছে! নাম সহ একটি পোস্ট দেব তখনই জেনে নিবেন!
১৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৫
250887
আবু জান্নাত লিখেছেন : অপেক্ষায় রইলাম।
309763
১৯ মার্চ ২০১৫ রাত ০৩:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আচ্ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই।
আসাকরি মুডু মামুরা দেখবেন,,,,

আর আপনাকেও ধন্যবাদ, বিষয়টির প্রতি নজর দেয়ার জন্য।
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:৪৫
250868
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মিয়াজী ভাই। আলহামদু লিল্লাহ ভালো আছি। আপনার প্রত্যাশার সাথে আমরাও প্রত্যাশায়। আপনাকেও অনেক ধন্যবাদ।
309764
১৯ মার্চ ২০১৫ সকাল ০৫:২৪
মারুফ দেওয়ান লিখেছেন : Rolling Eyes
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:৪৬
250869
আবু জান্নাত লিখেছেন : আমার ব্লগে প্রথম আসলেন। সালাম ও শুভেচ্ছা রইল। আশা করি ব্লগে নিয়মিত হবেন। ধন্যবাদ।
১০
309787
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চুপ থাকাই বুদ্ধিমানের কাজ!!
উনারাই,মডু!!!
১৯ মার্চ ২০১৫ সকাল ১১:৪৯
250870
আবু জান্নাত লিখেছেন : ভাইরে..... সবাই চুপ থাকলে তো সমাধান হবে না। আজকাল ব্লগটাকে কেমন যেন আপন আপন মনে হয়, সব ব্লগার যেন একই পরিবারের সদস্য। তাই অসঙ্গতি গুলো বলতেই হয়।
হতেও পারে উনারাই মডু, ধন্যবাদ ভাইয়া।
১১
309792
১৯ মার্চ ২০১৫ দুপুর ১২:১৫
হরিপদ লিখেছেন : হুমম বুঝলাম
১৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪১
250885
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ।
১২
309799
১৯ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৭
হতভাগা লিখেছেন : ব্লগে ঢুকলে আর কাউকে পান বা না পান জুলিয়া আর রবার্টকে পাবেনই ।
১৯ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৪
250886
আবু জান্নাত লিখেছেন : ঠিক বলেছেন, শুধু ওরা নয় আরো অনেক আছে যাদেরকে ২৪/৭ সবসময় অনলাইনে পাবেন। ধন্যবাদ।
১৩
309932
২০ মার্চ ২০১৫ রাত ০২:১৩
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আমারো মনে হয় তারা কিছু আইডি সিস্টেম করে রাখে।
২০ মার্চ ২০১৫ রাত ০২:২৪
250982
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুফতি সাহেব ভাই প্রথম আসলেন আমার ব্লগে তাই শুভেচ্ছা রইল। Rose Rose Rose
আমারও কিন্তু তাই মনে হয়।
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩৩
250990
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : শুকরিয়া
১৪
310188
২১ মার্চ ২০১৫ রাত ০৩:০১
আব্দুল গাফফার লিখেছেন : আমিও মনে মনে এমন ভাবতাম, যাক আপনি পোষ্টটি করে ভালই করেছেন । অনেক কিছু জানা হলো । অনেক ধন্যবাদ
২১ মার্চ ২০১৫ সকাল ১১:২৭
251251
আবু জান্নাত লিখেছেন : এখন যদি মডুদের টনক নড়ে, তবেই সফল হব। অনেক ধন্যবাদ ভাইয়া।
১৫
311918
৩১ মার্চ ২০১৫ রাত ০১:৩৯
অভিশপ্ত নীরব লিখেছেন : আমি যখন এই ব্লগ সাইটে ঢুকি তখন ও উক্ত লিস্টের অধিকাংশ ব্লগার দেখি ! নামে ক্লীক করেই তো অবাক ! একটা ব্লগ না লিখেও ব্লগার ! এটা কেমন করে হলো রে দাদা ? যেমন করে আমি এত দিন ব্লগ না লিখেও ব্লগার ছিলাম এই সাইটে ! আসলে আইডি খুলে Login করলে আপনার নাম ব্লগার লিস্টে দেখাবে এবং Login না করলে আপনি ভিজিটর !
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:০৭
253027
আবু জান্নাত লিখেছেন : ব্যপারটি মডুরাই ভালো বলতে পারবে। হয়তো তারা ব্লগারদের লিষ্ট লম্বা দেখানোর জন্যই এটা করতে পারে, যা ধোকার অন্তর্ভূক্ত।
১৬
311999
৩১ মার্চ ২০১৫ দুপুর ০১:২০
অভিশপ্ত নীরব লিখেছেন : হতে পারে
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:৩০
253055
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File