এত্তদিনে বুঝলাম ব্লগে সবাই কামলা

লিখেছেন লিখেছেন চোরাবালি ১১ নভেম্বর, ২০১৪, ০৪:৪১:৫১ বিকাল

নিজে একজন কামলা মানুষ। সেই কামলার ব্যাপারটি আরো বেশী ফুটিয়ে তুলল এক বন্ধু। ফোন করে জিজ্ঞেস করলাম বন্ধু কি খবর বল!!! সুন্দর ইনিয়ে বিনিয়ে বলল- আমি আছি আল্লাহ পাকের রহমতে দেশের বৃহৎ কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি সেক্টর যে সেক্টর না থাকলে হয়তো আমরা এতদুর আগাতে পারতাম না; আমি সেই সেক্টরের একজন কামলা। যেহেতু আমি নিজেকে কামলা মনে করি সেহেতু বুঝে নিলাম সেও এক কামলা।

যা হউক; এই কামলা গিরির মাঝেও মাঝে মাঝে লেখালেখি করতাম যেভাবে করত অনেকেই কিন্তু ইদানিং দেখি ব্লগে কিছু মৌলিক লেখা ছাড়া আর কোন লেখাই আর নেই।

যা বেশ বেদনাদায়ক আমার কাছে। লিখতে না পারলেও পড়তে পড়তে বেশ লেখার আগ্রহ জাগত কিন্তু লেখা না থাকায় পড়াও হয় না লেখার আগ্রহও জাগে না। তাই সকলে যদি আবার কামলা গিরির ফাকেও একটু আধটু লেখা লেখির চর্চা করেন তা হলে আমার মত কামলারও লেখার আগ্রহ ফিরে আসত।

ধন্যবাদ ভাল থাকবেন।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283265
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৬
ফেরারী মন লিখেছেন : কামলা খাটতে খাটতে সবাই ঝিমিয়ে পড়ছে বোধহয়। তবে সবাই কিছু না কিছু লেখা উচিত। আমি মুর্খ মানুষ না শুধু লেখা পড়েই গেলাম। Sad
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
226529
চোরাবালি লিখেছেন : তো কোন ইসকুলে পড়ে এই ডিগ্রী অর্জন করলেন????
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৩
226534
ফেরারী মন লিখেছেন : একটা শব্দ বাদ পড়ে গেছে।

আমি মুর্খ মানুষ না হয় শুধু লেখা পড়েই গেলাম। Sad
283275
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
ফখরুল লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু ভাল কিছু পেতে হলে কিছু দিতে হয় সেটা এই ব্লগের মডু মহাদয় গন বুঝে কেন যে না বুঝার ভান করে আছেন বুঝতেছিনা। অনেক ভাল মানের ব্লগার ভাইরা এখন আর ব্লগে আসেনা।
কবে যে আমাদের মডু মহাদয়দের বোধোদয় হবে আল্লাহই জানেন।
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
226532
চোরাবালি লিখেছেন : সবাই শুরু করলে মডুরাও উৎসাহপাবে
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
226560
ফখরুল লিখেছেন : সবাই শুরু করেছিল। কিন্তু থেমে গেছে।
283356
১১ নভেম্বর ২০১৪ রাত ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দুনিয়াতে সবাইই কামলা!!!
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
226661
চোরাবালি লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>-
283417
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:০৯
বড়মামা লিখেছেন : এস কামলা
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
226662
চোরাবালি লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
283461
১২ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫১
কাহাফ লিখেছেন :

কামলাদেরও কিছু চাওয়া-পাওয়ার থাকে!
মডুদের অবহেলা বড় মাপের কামনাদের মন বিষিয়ে দিয়েছে!কোন অভিযোগ-অনুযোগে মডুরা কান না দেয়ায় এমন পরিস্হিতির সৃষ্টি হয়েছে!
D'oh D'oh D'oh
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৭
226663
চোরাবালি লিখেছেন : মডুরাও অনেক উদাসিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File