মুগ্ধ আর এক কচ্ছপ - ৩
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৯ অক্টোবর, ২০১৪, ০৮:৪০:৩৮ রাত
সামান্য একটা কচ্ছপের কাছে এত কিছু জানতে পেরে মুগ্ধ আরো একটি প্রশ্ন করতে চাইল। বলল, আচ্ছা, আমি তো জানি তোমরা শুকনা ভূমিতে বাস করো। কিন্তু এটাও তো শুনেছি যে, তোমাদের কেউ কেউ পানিতে বাস করে। তুমি তাদের সম্পর্কে কিছু বলবে কী?
কচ্ছপ এবার হেসে ফেলল। বলল, তুমি ঠিকই বলেছ মুগ্ধ। আমাদের মধ্যে কিছু প্রজাতি আছে যারা পরিষ্কার পানিতে বাস করে আবার কিছু আছে যারা সাগরে বাস করে। এই যেমন ধরো, আমি শুকনা ভূমিতে বাস করি। আমি মাঠ, নরম মাটি ইত্যাদি পছন্দ করি। পরিষ্কার পানির কচ্ছপ, তোমরা অনেকে যে কচ্ছপকে ধরে অ্যাকুরিয়ামে রাখো, তারা লেক এবং নদীর পাড় পছন্দ করে। আর সাগরের কচ্ছপ সাগরের গরম পানিতে বাস করে কিন্তু তারা ডিম পাড়ার জন্য আবার শুকনা ভূমিতে চলে আসে।
সাগরের কচ্ছপগুলো কিন্তু অনেক বড় আকৃতির হয়। এদের একটা মজার ঘটনা তোমাকে এবার বলব। এ কচ্ছপগুলো তাদের ডিম পাড়ার জন্য কিছুটা গরম সাগরের তীর বা বিচ খুঁজে বের করে। এরপর যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন তারা সাগরের যেদিক থেকে আলো প্রতিফলিত হয়ে আসে সেদিকে মুখ করে বের হয়। কিংবা অন্যভাবে বলা যায়, তারা যেখানে বাস করবে সেদিকে মুখ করেই ডিম থেকে ফুটে বের হয়। তুমি কী বলতে পারো, বাচ্চা কচ্ছপটা কীভাবে জানলো যে, সাগরই তার বাস করার জন্য নিরাপদ ঠিকানা? আশ্চর্য হচ্ছো, তাই না? হ্যাঁ, তাই হবার কথা। কারণ যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তিনিই তাকে সে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন যে তার নিরাপদ আবাসভূমি কোথায় হবে। তাহলে এবার চিন্তা করে দেখো, সেই আল্লাহ কত বড়, আর কত মহান। তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতি কীভাবে খেয়াল রেখেছেন আর নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
মুগ্ধ বলল, তুমি ঠিক বলেছ। আসলে আমাদের প্রত্যেকেরই খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বোঝা উচিত যে, এ জগতটা আসলে আল্লাহর বিষ্ময়কর সব সৃষ্টি দিয়েই পরিপূর্ণ। আর কোনো কিছুই তাঁর দৃষ্টিসীমার বাইরে নয়। আমাদের প্রত্যেকেরই সব সময় মনে রাখা উচিত যে, তুমি, আমিসহ এ জগতের সকল প্রাণী, গাছ-পালা সবই তাঁর সৃষ্টি।
তুমি আজ অনেক কিছু আমাকে শিখিয়েছ। আমার সময়টুকু খুব ভালো কেটেছে। আমাকে সময় দেবার জন্য ধন্যবাদ।
তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি খুবই চালাক এবং ভালে ছেলে। এ কথা বলে কচ্ছপটা বইয়ের পাতার মধ্যে ছবির মতো স্থির হয়ে গেল।
[যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে তা তাঁরই। নিশ্চয়ই আল্লাহ, তিনিই অভাবমুক্ত, সমস্ত প্রশংসার অধিকারী। - সুরা হাজ্জ ঃ ৬৪]
(সমাপ্ত)
*** [আগামী একুশে বইমেলায় (২০১৫) ছোট্ট সোনামনিদের জন্য প্রকাশিতব্য আমার বইয়ের একটি গল্প আপনাদের মূল্যায়ন ও মতামতের জন্য উপস্থাপন করলাম। ধারাবাহিকভাবে সবগুলিই উপস্থাপনের ইচ্ছা আছে। আশা করি, আপনাদের মূল্যবান মতামত আমার কাজে লাগবে।]
বিষয়: সাহিত্য
১২২৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ কত যত্নে যে রাখতে পারবে সেটা পাবলিক জানে।
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
ঠিক বলেছেন, আমাদের কোমল মতি বাচ্চাদের অলীক বন্তু হাটটিমা টিম ও ভূতের গল্প, গোপাল ভাড়ের গল্প দিয়ে মাথা নষ্ট করে দেয়া্ হচ্ছে। এটা কোনো ষড়যন্ত্রের অংশ কি না কে জানে?
মন্তব্য করতে লগইন করুন