মুগ্ধ আর এক কচ্ছপ - ৩

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৯ অক্টোবর, ২০১৪, ০৮:৪০:৩৮ রাত

সামান্য একটা কচ্ছপের কাছে এত কিছু জানতে পেরে মুগ্ধ আরো একটি প্রশ্ন করতে চাইল। বলল, আচ্ছা, আমি তো জানি তোমরা শুকনা ভূমিতে বাস করো। কিন্তু এটাও তো শুনেছি যে, তোমাদের কেউ কেউ পানিতে বাস করে। তুমি তাদের সম্পর্কে কিছু বলবে কী?

কচ্ছপ এবার হেসে ফেলল। বলল, তুমি ঠিকই বলেছ মুগ্ধ। আমাদের মধ্যে কিছু প্রজাতি আছে যারা পরিষ্কার পানিতে বাস করে আবার কিছু আছে যারা সাগরে বাস করে। এই যেমন ধরো, আমি শুকনা ভূমিতে বাস করি। আমি মাঠ, নরম মাটি ইত্যাদি পছন্দ করি। পরিষ্কার পানির কচ্ছপ, তোমরা অনেকে যে কচ্ছপকে ধরে অ্যাকুরিয়ামে রাখো, তারা লেক এবং নদীর পাড় পছন্দ করে। আর সাগরের কচ্ছপ সাগরের গরম পানিতে বাস করে কিন্তু তারা ডিম পাড়ার জন্য আবার শুকনা ভূমিতে চলে আসে।

সাগরের কচ্ছপগুলো কিন্তু অনেক বড় আকৃতির হয়। এদের একটা মজার ঘটনা তোমাকে এবার বলব। এ কচ্ছপগুলো তাদের ডিম পাড়ার জন্য কিছুটা গরম সাগরের তীর বা বিচ খুঁজে বের করে। এরপর যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন তারা সাগরের যেদিক থেকে আলো প্রতিফলিত হয়ে আসে সেদিকে মুখ করে বের হয়। কিংবা অন্যভাবে বলা যায়, তারা যেখানে বাস করবে সেদিকে মুখ করেই ডিম থেকে ফুটে বের হয়। তুমি কী বলতে পারো, বাচ্চা কচ্ছপটা কীভাবে জানলো যে, সাগরই তার বাস করার জন্য নিরাপদ ঠিকানা? আশ্চর্য হচ্ছো, তাই না? হ্যাঁ, তাই হবার কথা। কারণ যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তিনিই তাকে সে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন যে তার নিরাপদ আবাসভূমি কোথায় হবে। তাহলে এবার চিন্তা করে দেখো, সেই আল্লাহ কত বড়, আর কত মহান। তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতি কীভাবে খেয়াল রেখেছেন আর নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

মুগ্ধ বলল, তুমি ঠিক বলেছ। আসলে আমাদের প্রত্যেকেরই খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বোঝা উচিত যে, এ জগতটা আসলে আল্লাহর বিষ্ময়কর সব সৃষ্টি দিয়েই পরিপূর্ণ। আর কোনো কিছুই তাঁর দৃষ্টিসীমার বাইরে নয়। আমাদের প্রত্যেকেরই সব সময় মনে রাখা উচিত যে, তুমি, আমিসহ এ জগতের সকল প্রাণী, গাছ-পালা সবই তাঁর সৃষ্টি।

তুমি আজ অনেক কিছু আমাকে শিখিয়েছ। আমার সময়টুকু খুব ভালো কেটেছে। আমাকে সময় দেবার জন্য ধন্যবাদ।

তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি খুবই চালাক এবং ভালে ছেলে। এ কথা বলে কচ্ছপটা বইয়ের পাতার মধ্যে ছবির মতো স্থির হয়ে গেল।

[যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে তা তাঁরই। নিশ্চয়ই আল্লাহ, তিনিই অভাবমুক্ত, সমস্ত প্রশংসার অধিকারী। - সুরা হাজ্জ ঃ ৬৪]

(সমাপ্ত)

*** [আগামী একুশে বইমেলায় (২০১৫) ছোট্ট সোনামনিদের জন্য প্রকাশিতব্য আমার বইয়ের একটি গল্প আপনাদের মূল্যায়ন ও মতামতের জন্য উপস্থাপন করলাম। ধারাবাহিকভাবে সবগুলিই উপস্থাপনের ইচ্ছা আছে। আশা করি, আপনাদের মূল্যবান মতামত আমার কাজে লাগবে।]

বিষয়: সাহিত্য

১২২৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272664
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:০৩
216813
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
272672
০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:০৬
সত্যলিখন লিখেছেন : একটি জেলে পরিবারের জালের সাথে নীচের এই কচ্ছপটি বাচ্চা অবস্থ্যায় আসে ।তারা ১৮ বছর নিজ পরিবারের সদস্যের মত তাকে লালন পালন করেন ।কিন্তু চিড়িয়া খানার লোকেরা তাদের কাছে আরো ভালভাবে রাখতে পারবে বলে তাদের থেকে নিয়ে যাবার সময়ের পরিবারের সদস্য গৃহিনী ও কচ্ছপের করুন বিদায় ।


১০ অক্টোবর ২০১৪ রাত ০১:০৫
216814
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : জবর খবর দিলেন ভাই। কোথাকার ঘটনা? পাইলেন কই?
চিড়িয়াখানা কর্তৃপক্ষ কত যত্নে যে রাখতে পারবে সেটা পাবলিক জানে।
272678
০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
সময়ের কথা লিখেছেন : ভালো লাগলো
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:০৫
216815
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
272702
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:১৬
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:০৬
216817
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপাকেও ধন্যবাদ।
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:০৭
216818
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দুঃখিত, আপনাকেও ধন্যবাদ।
বেশি বেশি দোয়া এবং আলোচনা-সমালোচনা চাই।
272758
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৭
বুড়া মিয়া লিখেছেন : সমাপ্তিটা খুবই সুন্দর হয়েছে ...
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৪
216887
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
272771
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আসলেই দারুণ হয়েছে। এমন গল্প খুব একটা কাওকে লিখতে দেখা যায়না, যেখানে গল্পচ্ছলে আল্লাহর শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়, শুধু ভূতের গল্প, গোপাল ভাড়ের গল্প দিয়ে কোমল মতি শিশুদের মাথা নষ্ট করে দেয়, আলহামদুলিল্লাহ আপনি ব্যাতিক্রম ধর্মী গল্প লিখেছেন। অনেক ধন্যবাদ শাব্বির ভাই।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৫
216888
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সালাউদ্দিন ভাই, কেনো জানি আপনার লেখাটা পড়তে গিয়ে চোখে পানি এসে গেল। আমার এ বইয়ে ইনশাআল্লাহ গল্পচ্ছলে আল্লাহর শ্রেষ্ঠত্ব তুলে ধরার চেষ্টা করব যেন কোমলমতি শিশুদের মনে মহান স্রষ্টার একটা ছাপ পড়ে যায়।

ঠিক বলেছেন, আমাদের কোমল মতি বাচ্চাদের অলীক বন্তু হাটটিমা টিম ও ভূতের গল্প, গোপাল ভাড়ের গল্প দিয়ে মাথা নষ্ট করে দেয়া্ হচ্ছে। এটা কোনো ষড়যন্ত্রের অংশ কি না কে জানে?
272802
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : গল্পে গল্পে ইসলামী শিক্ষা। খুবই চমৎকার উদ্যোগ। দোয়া এবং শুভকামনা রইল। Good Luck Rose
272860
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। আমার উদ্যোগে সাথেই থাকুন আর দোয়া করুন যে লক্ষ্য নিয়ে পথ চলা তা যেন সার্থক হয়।
272996
১১ অক্টোবর ২০১৪ রাত ০২:০০
পবিত্র লিখেছেন : চমৎকার উদ্যোগ! বেশ ভালো লাগলো! জাযাকাল্লাহু খাইরান। Rose Rose Good Luck Good Luck
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
217288
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : শুকরিয়া আপু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File