সমকামীদের সাথে নিয়ে তৌফিক ইমরোজ খালিদির bdnews24.com এবার ঈদুল আযহার বিরুদ্ধে অভিযানে নেমেছে?!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ০৯ অক্টোবর, ২০১৪, ০৮:৪০:২৩ রাত



১। ঈদুল আযহার আগের দিন কুরবানীকে চরম ভাবে কটাক্ষ করে একটি কলাম লিখেছে বাংলাদেশে bdnews24.com এর সহযোগীতায় সমকামিতার অন্যতম সংগঠক রেইনার এবার্ট। এই লোক খুব জোরালো ভাবে বাংলাদেশে সমকামিতা চালুর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত এ বিষয়ে লিখে যাচ্ছে bdnews24.com এ। এরপর ঈদের পরদিন বাঙালি মুসলমানের ধর্মীয় অনুভূতি শিরোনামে লিখিত একটি কলামে প্রকারান্তরে লতিফ সিদ্দীকির ইসলাম নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের পক্ষে বলার চেষ্ঠা করা হয়েছে।

২। bdnews24.com এর আগেও ইসলাম, ইসলামী রাজনীতি, সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে অবস্থান বিভিন্ন ভাবে কৌশলে প্রকাশ করেছিল। সাম্প্রতিক কালে তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে বলা শুরু করেছে। তার একটি হলো সমকামিতাকে উৎসাহ দিয়ে রেইনার এবার্টের কলাম প্রকাশ করা এবং এ বিষয়ে তার কলাম নিয়মিত প্রকাশ করে চলেছে। সেই অসভ্য লেখকের মাধ্যমে bdnews24.com এবার সরাসরি ঈদুল আযহার বিরুদ্ধে চরম কটাক্ষ করেছে খোদ ঈদের আগের দিন! সেই সমকামী রেইনার এবার্ট তার কলামে কুরবানীর বিরুদ্ধে যা বলেছে তা এতই হাস্যকর যে, সে বিষয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। স্কুলের শিশুও তার দেয়া যুক্তিগুলো খন্ডাতে পারবে। তবে আমি বুঝতে চাচ্ছি bdnews24.com কেন এসব কুলাঙ্গারদের লিখা প্রকাশ করে চলেছে? তারা কি চাচ্ছে? কোন বা কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে? ধর্মনিরপেক্ষতার মূল উদ্দেশ্য অনুযায়ী বাংলাদেশকে কি ইসলাম মুক্ত করার আওয়ামী ও বাম এজেন্ডার হাতিয়ার হয়েছে bdnews24.com?

৩। অনেকেই হয়তো জানেন হাসিনার বিভিন্ন প্রাইভেট প্রোগ্রামে যে কয়েকটি মিডিয়ার প্রবেশাধিকার আছে তার অন্যতম হলো এই bdnews24.com এবং এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদিকে সবাই আওয়ামী ও ধর্মনিরপেক্ষতাবাদী হিসেবেই চিনে। আওয়ামীপন্থী এই মিডিয়ার আরেকটি পরিচয় হলো হাসিনার মতোই চরমভাবে ভারতপন্থী। বাংলাদেশের চেয়ে ওরা ভারতকেই বেশি আপন মনে করে। বাংলাদেশের চেয়ে ভারতের পক্ষেই তাদের অবস্থান সবসময়। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় ভয় ইসলাম। ইসলামই যে এই ক্ষুদ্র ভুখন্ডের মূল পরিচয় এবং রক্ষাকবচ তা ভারত সবচেয়ে বেশি জানে। তাই বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় এজেন্ডা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের মোড়কে এদেশকে ইসলাম শূন্য করা অন্ততঃপক্ষে এমন মুসলমান তৈরি করা যাদেরকে হাসিনা বা তৌফীক ইমরোজ খালিদিদের মতো শুধু নামে বুঝা যাবে মুসলমান কিন্তু কাজে, ব্যবহারে, আচরণে সবকিছুই হবে ইসলাম বিরোধী। এধরনের একটি নাম সর্বস্ব মুসলিম জাতিই ভারত চায় এদেশে। তাদের সেই এজেন্ডা বাস্তবায়নেই লিপ্ত হাসিনার আওয়ামী লীগ ও তার অবৈধ সরকার। সেই দল ও সরকারের অন্যতম পরামর্শক ও সমর্থক হিসেবে bdnews24.comও সেই এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়েছে।

৪। বাংলাদেশকে ইসলামশূণ্য করার দীর্ঘমেয়াদী টার্গটের অংশ হিসেবে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের মূল টার্গেট নূতন প্রজন্ম। তাই দেখা যাবে আওয়ামী অবৈধ সরকার একদিকে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে অন্যদিকে অপসংস্কৃতি ও অনৈতিকতার সকল পথ খুলে দিচ্ছে। ফলে এমন প্রজন্ম তৈরি হচ্ছে যাদের দেশ-ধর্ম-জাতি ইত্যাদির প্রতি তেমন কোন আগ্রহ নেই, চিন্তা নেই। এভাবে নূতন প্রজন্মের চরিত্র ধ্বংসের জন্যেই bdnews24.com সমকামিতাসহ সকল ধরনের অশ্লীলতাকে চরমভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে। ইসলাম যেহেতু এসব অপসংস্কৃতি, অসভ্যতাকে পরিহার করার শিক্ষা দেয় তাই ভারত-আওয়ামীরা ইসলামের বিরুদ্ধে কৌশলে বা সরাসরি অবস্থান নিয়েছে। তার ধারাবাহিকতায় bdnews24.com ঈদুল আযহার আগের দিন কুরবানীকে কটাক্ষ করে পুরো কুরবানী সিস্টেম বদলে ফেলার আহবান জানানোর মতো দুঃসাহস দেখিয়েছে! আসলে bdnews24.com ইসলামকে ধর্মনিরপেক্ষতাবাদের আদলে বদলে ফেলতে চায়। তারা এমন ধর্মনিরপেক্ষতাবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চায় যাতে ইসলামের হুকুম, আহকাম, আইন, কানুন কোন কিছুই থাকবে না এমনকি ব্যাক্তিগত ভাবেও ইসলাম মানা যাবে না। কিন্তু অন্য সব ধর্ম এমনকি ধর্মহীনতা, নাস্তিকতা ইত্যাদি পালনে কোন বাঁধা থাকবে না এবং এর নাম দেয়া হচ্ছে স্বাধীনতার চেতনা...

বিষয়: বিবিধ

৩১৮৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272651
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুরবানি নিয়ে যে অদ্ভুত যুক্তি সেই লিখায় দেখান হয়েছে সেটা প্রচন্ডভাবে হাস্যকর। এই মিডিয়াগুলি আসলে এই দেশকে ধ্বংস করতে চায়।
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩১
216772
পুস্পিতা লিখেছেন : ওই লিখাটি প্রকাশ করার একটিই কারণ লিখাটি ইসলামের বিরুদ্ধে। তাই যুক্তি কত দূর্বল তা তারা খতিয়ে দেখেনি। ইসলামের বিরুদ্ধে লিখলে যত হাস্যকরই হোক তারা প্রকাশ করে যাবে।
272665
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ


০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:০৮
216778
পুস্পিতা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম। আপনাকেও অনেক ধন্যবাদ।
272674
০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কথা হল, রেইনার এবার্ট সমকামিতার পক্ষে লিখে যাচ্ছে। তারমানে সে নিজেও একজন সমকামী! একজন হিজড়ার চেয়ে মানসিকভাবে অধিক বিকারগ্রস্ত একজন নষ্ট সমকামীর কাছ থেকে খুব বেশি ভাল কিছু আশা করা যায়না। ব্লাডি রেইনার আর তার বেড-মেইট বিডিনিউজ ২৪ডট কম-এর কাছে ইসলাম কেন পথের কাঁটা, তাতো আপনি লিখেই দিয়েছেন। ওদের অসদিচ্ছার শিকার যাতে আমাদের যুব সমাজ না হয়, সেদিকে আমাদের গার্ডিয়ানদের সজাগ দৃষ্টি রাখা উচিৎ।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৫
216873
পুস্পিতা লিখেছেন : হ্যাঁ, সচেতন হতে হবে সবাইকে।
272692
০৯ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৫
216874
পুস্পিতা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
272695
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:০৩
দ্য স্লেভ লিখেছেন : পুস্পিতা লিখেছেন : ওই লিখাটি প্রকাশ করার একটিই কারণ লিখাটি ইসলামের বিরুদ্ধে। তাই যুক্তি কত দূর্বল তা তারা খতিয়ে দেখেনি। ইসলামের বিরুদ্ধে লিখলে যত হাস্যকরই হোক তারা প্রকাশ করে যাবে।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৬
216875
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদীদের চরিত্র এরকমই।
272698
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:১২
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৬
216876
পুস্পিতা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
272704
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:২০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : না, কোরবানীর নিয়ম বদলানো যাবে না। রাস্তাঘাটে, অলিগোলি, চিপায়চাপায় সবখানে আল্লায়ুআকবর বইলা পশুর গলায় চালাও ছুড়ি। ইসলামের নিয়ম। আল্লার খুশি। পৃথিবীর ২য় বৃহৎ মুসলিম দেশ থেকে দুনিয়ার অমুসলিমরা ইসলামের শিক্ষা নিবে।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৭
216877
পুস্পিতা লিখেছেন : নাস্তিকদের কথায় ইসলাম চলবে?!
272714
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:৪০
সত্যলিখন লিখেছেন :
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৮
216879
পুস্পিতা লিখেছেন : এসব সিরিয়াল এখনই বন্ধ করা উচিত।
272719
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
আয়নাশাহ লিখেছেন : আমি এজন্য ভারত বা আওয়ামীলীগের চাইতে বেশী দোষ দেই বাংলাদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোকে। ভারত তার এজেন্ডা বাস্তবায়ন করতে যে কোন পথ এবং পন্থা অবলম্বন করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের মানুষকে বুঝানোর এবং নিজেদের একটা আলাদা পরিচয়, স্বকীয়তা এবং সাংস্কৃতিক ধারনা সৃষ্টি করতে তারা ব্যর্থ হয়েছে যার খেসারত আজ জাতিকে দিতে হচ্ছে।
দেরীতে হলেও আপনাদের মতো কিছু চিন্তক এবং লেখক বিষয়টা নিয়ে ভাবছেন এবং তা প্রচার করছেন। আশা করা যায় এর সুফল জাতি ভোগ করবে।
অসাধারন বিশ্লেষণী লেখার জন্য ধন্যবাদ।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৮
216880
পুস্পিতা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
272722
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:২৮
তারাচাঁদ লিখেছেন : তৌফিক ইমরোজ খালিদি এবং রেইনার এবার্ট--- ওদের মিশন একটাই--যেখানে ইসলাম, সেখানেই প্রতিরোধ ।
খুব ঠাণ্ডা মাথায় পরিকল্পিত মিশন নিয়ে এরা মাঠে নেমেছে ।
যুক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারলে লেজ গুটিয়ে সবগুলো দৌড় দিবে ।
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৯
216881
পুস্পিতা লিখেছেন : সচেতন ও পরিকল্পিত ভাবে ওদের ষড়যন্ত্রের মুখোশ উম্মোচন করতে হবে।
১১
272748
১০ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩০
চেয়ারম্যান লিখেছেন : আরো বিস্তারিত লেখার ইচ্ছে আছে।
দারুন লিখেছেন Good Luck Good Luck Good Luck
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১০
216882
পুস্পিতা লিখেছেন : অপেক্ষায় রইলাম আপনার লেখার।
১২
272754
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৯
শেখের পোলা লিখেছেন : প্রতিরোধ করার মানুষের বড়ই অভাব৷ মসজিদ ঈদগাহে তিল ঠাঁই নাই, কিন্তু প্রকৃত ইসলাম দরদীর বড়ই অভাব৷
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১০
216883
পুস্পিতা লিখেছেন : সচেতন হতে হবে সবাইকে।
১৩
272915
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
ভিশু লিখেছেন : এই মিডিয়াটি বর্তমান ৫% সরকারের ছত্রছায়ায় সুকৌশলে বাংলার ঐতিহ্য ও সুন্দর সাবলীল সামাজিকতাবিরোধী প্রচার-প্রসারের কাজ করে যাচ্ছে। আপনার চমৎকার ইনফর্মেটিভ এই লিখাটি স্টিকি করলে সবার আরো উপকার হতো। অন্নেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্য...Praying Good Luck Happy Rose
১৪
272995
১১ অক্টোবর ২০১৪ রাত ০১:৩৩
এম এ আলীম লিখেছেন : অন্য ধর্ম তাদের কোন সমস্যা সৃষ্টি করেনা যত সমস্যা শুধু ইসলাম। কোনদিন হিন্দুদের পুজা পার্বন নিয়ে কোন বিরোধিতা করতে দেখি নাই। তাদের যত সমস্যা ইসলাম এবং মুসলমানরা।
১৫
273012
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:২৭
নোমান২৯ লিখেছেন : সব্দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে|চুড়ান্ত বিপর্যয় অবশ্যম্ভাবী|ধন্যবাদ আপনাকে|তবে একটা কথা কি এসব নিউজ পোর্টাল এর সংবাদ তাদের ভক্ত/অনুরক্ত ছাড়া কেউ পড়ে বলে মনে হয় না|
ধন্যবাদ Thumbs Up Thumbs Up|++++++++
১৬
273060
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২১
পদ্ম পাতা লিখেছেন : সমকামী । এই শব্দটার সাথে আমার জঘন্য ঘৃণা কাজ করে । ঘৃণায় গা রি রি করে ওঠে।
১৭
273180
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৬
আবু ফারিহা লিখেছেন : সরকার ও কতিপয় সংবাদ মাধ্যম ও মিডিয়া ইসলামের নামধারী ভারত ও ইহুদীদের এজেন্ডাই বাস্তবায়নে মুখর। ধন্যবাদ অাপনার সুন্দর উপস্হাপনের জন্যে।
১৮
273181
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৭
১৯
273516
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৪
ইবনে আহমাদ লিখেছেন : এই মুসলমান নামের চরম ইসলাম বিরোধীর চেহারা আমাদের অনেকেই জানেন না। আপনাকে ধন্যবাদ।
২০
273949
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩০
নিরবে লিখেছেন : Daily star তো নিয়মিত সমকামিদের ছবি আর কলাম ছাপে।তাদের বিয়ের নিউজ ও ছাপে।
সবখানেই এই শয়তান গুলা আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File