সমকামীদের সাথে নিয়ে তৌফিক ইমরোজ খালিদির bdnews24.com এবার ঈদুল আযহার বিরুদ্ধে অভিযানে নেমেছে?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ০৯ অক্টোবর, ২০১৪, ০৮:৪০:২৩ রাত
১। ঈদুল আযহার আগের দিন কুরবানীকে চরম ভাবে কটাক্ষ করে একটি কলাম লিখেছে বাংলাদেশে bdnews24.com এর সহযোগীতায় সমকামিতার অন্যতম সংগঠক রেইনার এবার্ট। এই লোক খুব জোরালো ভাবে বাংলাদেশে সমকামিতা চালুর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত এ বিষয়ে লিখে যাচ্ছে bdnews24.com এ। এরপর ঈদের পরদিন বাঙালি মুসলমানের ধর্মীয় অনুভূতি শিরোনামে লিখিত একটি কলামে প্রকারান্তরে লতিফ সিদ্দীকির ইসলাম নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের পক্ষে বলার চেষ্ঠা করা হয়েছে।
২। bdnews24.com এর আগেও ইসলাম, ইসলামী রাজনীতি, সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে অবস্থান বিভিন্ন ভাবে কৌশলে প্রকাশ করেছিল। সাম্প্রতিক কালে তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে বলা শুরু করেছে। তার একটি হলো সমকামিতাকে উৎসাহ দিয়ে রেইনার এবার্টের কলাম প্রকাশ করা এবং এ বিষয়ে তার কলাম নিয়মিত প্রকাশ করে চলেছে। সেই অসভ্য লেখকের মাধ্যমে bdnews24.com এবার সরাসরি ঈদুল আযহার বিরুদ্ধে চরম কটাক্ষ করেছে খোদ ঈদের আগের দিন! সেই সমকামী রেইনার এবার্ট তার কলামে কুরবানীর বিরুদ্ধে যা বলেছে তা এতই হাস্যকর যে, সে বিষয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। স্কুলের শিশুও তার দেয়া যুক্তিগুলো খন্ডাতে পারবে। তবে আমি বুঝতে চাচ্ছি bdnews24.com কেন এসব কুলাঙ্গারদের লিখা প্রকাশ করে চলেছে? তারা কি চাচ্ছে? কোন বা কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে? ধর্মনিরপেক্ষতার মূল উদ্দেশ্য অনুযায়ী বাংলাদেশকে কি ইসলাম মুক্ত করার আওয়ামী ও বাম এজেন্ডার হাতিয়ার হয়েছে bdnews24.com?
৩। অনেকেই হয়তো জানেন হাসিনার বিভিন্ন প্রাইভেট প্রোগ্রামে যে কয়েকটি মিডিয়ার প্রবেশাধিকার আছে তার অন্যতম হলো এই bdnews24.com এবং এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদিকে সবাই আওয়ামী ও ধর্মনিরপেক্ষতাবাদী হিসেবেই চিনে। আওয়ামীপন্থী এই মিডিয়ার আরেকটি পরিচয় হলো হাসিনার মতোই চরমভাবে ভারতপন্থী। বাংলাদেশের চেয়ে ওরা ভারতকেই বেশি আপন মনে করে। বাংলাদেশের চেয়ে ভারতের পক্ষেই তাদের অবস্থান সবসময়। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় ভয় ইসলাম। ইসলামই যে এই ক্ষুদ্র ভুখন্ডের মূল পরিচয় এবং রক্ষাকবচ তা ভারত সবচেয়ে বেশি জানে। তাই বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় এজেন্ডা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের মোড়কে এদেশকে ইসলাম শূন্য করা অন্ততঃপক্ষে এমন মুসলমান তৈরি করা যাদেরকে হাসিনা বা তৌফীক ইমরোজ খালিদিদের মতো শুধু নামে বুঝা যাবে মুসলমান কিন্তু কাজে, ব্যবহারে, আচরণে সবকিছুই হবে ইসলাম বিরোধী। এধরনের একটি নাম সর্বস্ব মুসলিম জাতিই ভারত চায় এদেশে। তাদের সেই এজেন্ডা বাস্তবায়নেই লিপ্ত হাসিনার আওয়ামী লীগ ও তার অবৈধ সরকার। সেই দল ও সরকারের অন্যতম পরামর্শক ও সমর্থক হিসেবে bdnews24.comও সেই এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়েছে।
৪। বাংলাদেশকে ইসলামশূণ্য করার দীর্ঘমেয়াদী টার্গটের অংশ হিসেবে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের মূল টার্গেট নূতন প্রজন্ম। তাই দেখা যাবে আওয়ামী অবৈধ সরকার একদিকে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে অন্যদিকে অপসংস্কৃতি ও অনৈতিকতার সকল পথ খুলে দিচ্ছে। ফলে এমন প্রজন্ম তৈরি হচ্ছে যাদের দেশ-ধর্ম-জাতি ইত্যাদির প্রতি তেমন কোন আগ্রহ নেই, চিন্তা নেই। এভাবে নূতন প্রজন্মের চরিত্র ধ্বংসের জন্যেই bdnews24.com সমকামিতাসহ সকল ধরনের অশ্লীলতাকে চরমভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে। ইসলাম যেহেতু এসব অপসংস্কৃতি, অসভ্যতাকে পরিহার করার শিক্ষা দেয় তাই ভারত-আওয়ামীরা ইসলামের বিরুদ্ধে কৌশলে বা সরাসরি অবস্থান নিয়েছে। তার ধারাবাহিকতায় bdnews24.com ঈদুল আযহার আগের দিন কুরবানীকে কটাক্ষ করে পুরো কুরবানী সিস্টেম বদলে ফেলার আহবান জানানোর মতো দুঃসাহস দেখিয়েছে! আসলে bdnews24.com ইসলামকে ধর্মনিরপেক্ষতাবাদের আদলে বদলে ফেলতে চায়। তারা এমন ধর্মনিরপেক্ষতাবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চায় যাতে ইসলামের হুকুম, আহকাম, আইন, কানুন কোন কিছুই থাকবে না এমনকি ব্যাক্তিগত ভাবেও ইসলাম মানা যাবে না। কিন্তু অন্য সব ধর্ম এমনকি ধর্মহীনতা, নাস্তিকতা ইত্যাদি পালনে কোন বাঁধা থাকবে না এবং এর নাম দেয়া হচ্ছে স্বাধীনতার চেতনা...
বিষয়: বিবিধ
৩১৮৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
দেরীতে হলেও আপনাদের মতো কিছু চিন্তক এবং লেখক বিষয়টা নিয়ে ভাবছেন এবং তা প্রচার করছেন। আশা করা যায় এর সুফল জাতি ভোগ করবে।
অসাধারন বিশ্লেষণী লেখার জন্য ধন্যবাদ।
খুব ঠাণ্ডা মাথায় পরিকল্পিত মিশন নিয়ে এরা মাঠে নেমেছে ।
যুক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারলে লেজ গুটিয়ে সবগুলো দৌড় দিবে ।
দারুন লিখেছেন
ধন্যবাদ |++++++++
সবখানেই এই শয়তান গুলা আছে।
মন্তব্য করতে লগইন করুন