একজন মিতা হক এবং আমরা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৬ আগস্ট, ২০১৩, ১২:০৮:৪৯ রাত
গত কয়েকদিন যাবত নেট দুনিয়ায় মিতা হক ও তাঁকে সাপোর্ট করে অদিতি ফাল্গুনীর মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। নিজেকে ভীষণ স্থির রেখেছিলাম এবং মনে করেছিলাম এ ব্যাপারে কিছুই লিখব না। কিন্তু আর পারলাম না। ঈমানের চেতনা আর বিবেকের তাড়নায় কলম ধরতেই হলো। আজ আবার নিউজইভেন্ট২৪.কম দেখলাম, মিতা হক বলেছেন, ’যারা ঘোমটা পড়ে তারা বাঙালী না’ এ কথা আমি বলিনি। প্রশ্নকর্তা যখন প্রশ্ন করলেন, যারা এভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তিনি জানালেন, না এ বিষযে কোনো ব্যবস্থা নিইনি। তিনি বলেছেন, আমরা নাকি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। কে বলেছে উনাকে? কোনো বাঙালী কি উনাকে বলেছে, আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি?
উনারা বলছেন, ঘোমটা, বোরখা মরুভুমির পোশাক। সেখানে অতিরিক্ত গরম হাওয়া থেকে বাঁচতে এ ধরণের পোশাক উপযোগী হলেও তা আমাদের জন্য নয়। আবার মিনি স্কার্ট, জিন্স প্যান্ট, টি শার্ট পরাকে ফ্যাশন বলে অভিহিত করেছেন। এসব কথা শুনলে তাঁদের জ্ঞানের বহর নিয়ে প্রশ্ন জাগে। পাশাপাশি এতদিন একজন গুণী শিল্পী হিসেবে উনার প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল তাতেও ফাটল দেখা দেয়।
শ্রদ্ধেয় মিতা হককে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনি কী কুরআন শরীফ কখনো পড়ে দেখেছেন? এ গ্রন্থে আপনি বিশ্বাস করেন? আপনার কী মনে হয় এটা কোনো গোত্র বা সমাজের জন্য বিধান নাকি কিয়ামতের আগ পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য?
যেখানে আমাদের স্রষ্টা মহান রাব্বুল আলামীন পোশাকের বর্ণনা পরিষ্কারভাবে বলে দিলেন সেখানে এসব জ্ঞানপাপীরা কী বলে? আপনারা একটু কষ্ট করে কুরআন পড়ে দেখবেন?
আপনাদের পছন্দমত খোলামেলা পোশাক পড়লে কী ক্ষতি হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চান? কিংবা পবিত্র কুরআন শরীফে যদি আপনাদের বিশ্বাস না থেকে থাকে তাহলে ভালো করে খুঁজে দেখুন বাইবেল, তাওরাত, বেদ এ এবিষয়ে কী বলা হয়েছে। আর যদি খুঁজতে কষ্ট হয় তবে “ইভটিজিং - কারণ ও প্রতিকার” বইটি পড়ুন। সেখানে বিভিন্ন ধর্ম গ্রন্থসহ বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। আশা করি, এরপর আর আপনাদের কারো বিভ্রান্তি থাকার কথা নয়।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন