বাংলাদেশে আদিবাসী মারাইয়েননা, আদিবাসী মারাইলে প্রথমে সংবিধান পাল্টান তারপর ইতিহাসরে মিছা বানান
লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৬ আগস্ট, ২০১৩, ১২:১৪:০৯ রাত
পার্বত্য এলাকার কোথাও কি লেখা ছিলো চাকমারাই
আদিবাসী? ??
প্রথম থেকে শেষ পর্যন্ত আসুন একটি পার্বত্য
ইতিহাস দেখে আসা যাক , তারপরই আপনার আর
কি বলার থাকে ...
পার্বত্য চট্টগ্রাম (পার্বত্যবঙ্গ) অঞ্চলটি ১৫৫০
সালের দিকে প্রণীত বাংলার প্রথম
মানচিত্রে বিদ্যমান ছিল। তবে এর প্রায় ৬০০
বছর আগে ৯৫৩ সালে আরাকানের রাজা এই অঞ্চল
অধিকার করেন। ১২৪০ সালের দিকে ত্রিপুরার
রাজা এই এলাকা দখল করেন। ১৫৭৫
সালে আরাকানের রাজা এই এলাকা পুনর্দখল
করেন, এবং ১৬৬৬ সাল পর্যন্ত
অধিকারে রাখেন। মুঘল সাম্রাজ্য ১৬৬৬
হতে ১৭৬০ সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার
অধীনে শাসন করে। ১৭৬০ সালে ব্রিটিস ইস্ট
ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের
আয়ত্বে আনে। ১৮৬০ সালে এটি ব্রিটিশ ভারতের
অংশ হিসাবে যুক্ত হয়। ব্রিটিশরা এই এলাকার
নাম দেয় চিটাগাং হিল ট্র্যাক্ট্স বা পার্বত্য
চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার অংশ
হিসাবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। ১৯৪৭
সালে এই এলাকা পূর্ব পাকিস্তানের অংশ হয়।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
এটি বাংলাদেশের জেলা হিসাবে অন্তর্ভুক্ত
হয়। ১৯৮০ এর দশকের শুরুতে পার্বত্য
চট্টগ্রামকে তিনটি জেলা - রাঙামাটি,
বান্দরবান , ও খাগড়াছড়ি তে বিভক্ত করা হয়।
এতই লাফালাফি!!!
এখানে কোথায়
উপজাতিরা আদিবাসী হিসেবে প্রমানিত
আছে বুঝলামনা।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন