এই নোংরামির শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৩ এপ্রিল, ২০১৩, ১২:৫৩:১৫ দুপুর

বাংলাদেশের মত কলুষিত রাজনীতি হয়ত বিশ্বের আর কোথাও পাওয়া যাবেনা , বাংলাদেশ ছিল ধনী-গরীব,মালিক-শ্রমিক,হিন্দু-মুসলীম-বোদ্দ-খৃস্টান সবার সহ অবস্থানে তৈরি একতাবদ্দ দেশ। যেখানে ছিল না হানাহানী-হিংসা-বিদ্বেষ , এখানে সবাই সবার দুর্দিনে সাহায্যে এগিয়ে আসত একসাথে আর সুখের দিন গুলোকে ভাগ করে নিত একসাথে,

আমরা সেই জাতি যে জাতি মায়ের জন্য , মায়ের ভাষার জন্য , যুদ্ধে ঝাপিয়ে পরেছিল একসাথে, মাতৃভূমির জন্য দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছিল আর ফিরেছিল স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা নিয়ে । প্রান দিয়েছিল ৩০ লক্ষ শহীদ , ইজ্জত দিয়েছিল লাখ লাখ মা-বোন। পঙ্গুত্ব বরন করেছিল লক্ষ লক্ষ মুক্তিজুদ্ধা।

কিন্তু আফসোস !!!!

বর্তমানের রাজনৈতিক অবস্থা দেখলে মনে হয় বাংলাদেশ স্বাধীন হোক সেটা কোন মুসল্মান চাইনি , মনে হয় মুসলিমরা যুদ্ধ করেনি , সব রাজাকার ছিল । রাজনীতির নোংরা জলে আজ মুক্তিজোদ্দ জেন সোনালি ইলিশ , যাকে নিয়ে ব্যবসা হচ্ছে চড়া মূল্যে , কথায় কথায় যুদ্ধাপরাধী , কথায় কথায় রাজাকার !!!!!

বরতমানে ধর্মকে নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছে কিছু লোক , জারা সুন্নি ওহাবি বলে কাদাছোড়াছুরি করতে চায় , আমি সবাইকে বলব আপনি সুন্নি ওহাবি পরিচয়ে নয় মুসলিম পরিচয় ও নিজের ইমানের তাগিদে কাজ করুন। কই , হেফাজতে ইসলাম তো সুন্নি ওহাবি বিভেদ করে মাঠে নামেনি , নেমেছে ইসলাম রক্ষা করতে , ইমান ধরে রাখতে , তারা যতটুকু ফরজ-সুন্নত-নফল আদায় করে তার থেকে বেশী কে আদায় করে????? তারা প্রতিনিয়ত ইমান ও কুরআন-হাদিস নিয়ে থাকে।

আল্লামা শফি সাহেব বলেছেন “পর্দা সহকারে নারিরা কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে তো কোন বাধা নেই “ , ইসলাম নারী কে ঘরে বন্দি করে রাখেনি দিয়েছে উত্তম মরজাদা, শালীনতার ভিতরে থেকে সব কাজ করুন তাতে সমস্যা কোথায়? কিন্তু আপনি যদি অশালিনভাবে রাস্তায় বের হন তবে আপনার প্রতি পুরুষরা আকৃষ্ট হবে যার ফলে আপনি ইভটিজিং কিংবা ধর্ষণের শিকার হবেন। মনে রেখ নারী সমাজ “ তোমরা কোন ভোগ্য পণ্য নয় ”

ইসলামের কথা বললেই জঙ্গি !!!!! আর না হয় জামাতের দোসর!!!! বাংলাদেশে কি সব মুস্লিম জামাত!!! যদি তাই হত তবে তোমরা কয়টা ভোট পেতে ????? হাতের আঙ্গুলে গুনে দেখ। রাজনীতি করেনা বলেই আজ তোমরা হেফাজতে ইসলামের বিরুদ্ধে এত কথা বলতে পারছ, তারা তাদের ইমান নিয়ে ব্যস্ত থাকে বলে তোমাদের রাজনীতির মারপ্যাঁচ বুঝতে কস্ট হচ্ছে, মনে রেখ রাজনীতির উরধে ইসলাম

বাঙ্গালীরা সবই পারি , বঙ্গবীর খেতাব প্রাপ্ত সাহসী মুক্তিজোদ্দারা সহজেই রাজাকারের সনদ পায় , তাও আবার রাজাকারের নাতি থেকে কিংবা কোন এক মুরগি চোর এর কাচ থেকে , বাংলাদেশে আসল মুক্তিজোদ্দারা ভাতের প্লেটে ভাত থেকে পানি বেশী খাই , কোন মতে মাথা গুজে আছে ছনের নিচে।

যে দেশে মন্ত্রি সভায় রাজাকার থাকে সে দেশে মুক্তিজোদ্দারা কিভাবে শান্তিতে থাকে? ১৯৭১ সালে পুলিশের ডি সি ছিলেন এবং তার দায়িত্ত পালন করেছেন পাকিস্থানের হয়ে সে নাকি মুক্তিজোদ্দদা !!!! সে রাজাকার নয় ।

আজ বাংলাদেশে মুরগি চোর ও বড় ইসলামি চিন্তাবিদ হিসেবে উদ্ভব হয়েছে, আল্লামা শফি সাহেব নাকি ইস্লামের শত্রু , ওরে বলদের দল তোরা আর কত নিচে নামবি????? যার একটি ডাকে বাংলাদেশের কোটি কোটি জনতা রাস্তায় নেমে আস্তে পারে তার চেয়ে বড় নেতা আর কে হতে পারে? রাজনীতি করে না বলে তোরা ইচ্ছামত প্রলাপ বখছিস, কিন্তু কাজ হবে না, আমরা তোমাদের কথা গুলো শুনি কিছুক্ষন মজা নেওয়ার জন্য, তার বেশী নয়

আজব এই বাংলাদেশে যে কেউ তার ইচ্ছামত অন্ন্যর ধর্মকে আঘাত করতে পারবে তবে কেউ যদি তার প্রতিবাদ করে বা তা অন্ন্যকে জানাবে সে অপরাধি !!!! চোরকে চোর বলা যাবেনা । সত্তিইই !!!! বললেই খোয়াড়ে !!!!

কি সব বকবকানি শুরু করে দিলাম? কিছু মনে করবেন না, মনের মাঝে চাপিয়ে রাখতে খুব কস্ট হচ্ছিল বলে কিছুটা ঝেড়ে নিলাম । আমার এই বকবকানির হয়ত কোন মূল্য নেই, তারপরও তো বলতে পারলাম

বিষয়: বিবিধ

১৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File