শাসক বদলে যায়, টিকে থাকে শোষনের ফাঁদ

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩১:০০ রাত

নয়নাভিরাম প্রকৃতিক দৃশ্যে ভরপুর অপার সম্ভাবনাময় আমাদের দেশটি। যার কোলে ছড়িয়ে আছে হাজারো নদ-নদী। নদীপাড় ভাঙ্গে,ভাঙ্গে গ্রামের পর গ্রাম। ভাঙ্গা -গড়াই যেন এর নিত্য দিনের চিত্র।প্রকৃতির মত পরিবর্তন হয় আমাদের মন ও বিশ্বাসের।কোন বিশ্বাসেই আমরা বেশি দিন টিকে থাকতে পারি না

।জাতির এই ভাঙা-গড়া ও বিশ্বাস-অবিশ্বাসের খেলার মধ্যে আমাদের হৃদয় হয়ে পড়েছে ক্ষত- বিক্ষত।জাতি হিসেবে আমরা স্বাধীন হলেও দীর্ঘসময় গোলামীর জিন্দেগীতে ছিলাম অভ্যস্ত। বৃটিশদের খেদানোর পর মসনদে আসল নতুন প্রভু। তারাও চালালো শোষন আর তৈরী করল বৈষম্য।তাদের কেও আমরা খেদালাম আর যাদের কে বসালাম তারাও শোষকের ভুমিকায় অবতীর্ন হল। শাসক বদলে যায় কিন্তু টিকে থাকে শোষনের ফাঁদ।বদলে যায় পতাকা,মানচীত্র -সীমানা শুধু টিকে থাকে বস্ত্রহীন-গৃহহীন আর ক্ষুধার্থ জীবন।


লিখতে বসেও আজ আর লেখতে ইচ্ছে হচ্ছেনা।

দুখিঃত।

শেষ করলাম কবির বিখ্যাত কটি চরন দিয়ে



“আমাদের নাগরিক বৃন্দ

মলমূত্র ছাড়া আর কোন ত্যাগেই উৎসাহিত নয়।

আমাদের কৃষি মন্ত্রীর সাথে

আমাদের কৃষকদের কয়বার দেখা হয়?

আমাদের শ্রমমন্ত্রী

শারীরিক কোন শ্রমের সাথেই জড়িত নয়

আমাদের খাদ্যমন্ত্রীর নিজের খাদ্যের ব্যাপারেও উদাসীন।

আমাদের স্বাস্হ্যমন্ত্রীর মস্তিস্কের সুচিকীৎসা প্রয়োজন।

আমাদের জলমন্ত্রী

একবার নদীপথে ভ্রমণ করেছিলেন তেষট্টি মাইল-

নদী তাকে অনেক মুগ্ধ করেছে।

*

আমাদের প্রশাসন মৌলিক কাজের ব্যাপারে আস্হাহীন

আমাদের দক্ষ ব্যবসায়ী শুধুমাত্র একজন ব্যাবসায়ী নয়

তিনি একজন চলচ্চিত্র নির্মাতাও।

*

আমাদের শ্রমবিভাগ ত্রুটিপূর্ণ।

অযৌক্তিক আমাদের শিক্ষাপদ্ধতি।

আমাদের রাজনীতি সুবিধাবাদের দখলে।

আমাদের আইনের গৃহগুলো

আইনহীনতার প্রকাশ্য দৃষ্টান্ত এখন।

বিষয়: রাজনীতি

১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File