এইবার আমাগো একটু শান্তিতে ঘুমাইতে দে
লিখেছেন লিখেছেন ভালো পোলা ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১৩:০৫ রাত
আজ আমি ইচ্ছামত কমু।কেউ কিছু কইলে তার খবর আছে কইলাম. . . . . . .
তোরা আমাগো দেশটারে নিজের দেশ বানিয়ে ফ্যালাইছস।যা ইচ্ছা তা করবি আর আমরা বসে বসে আঙ্গুল চুষুম এইটাতো হইবার পারেনা।বাংলাদেশ কারো বাপের দেশ না যে যা ইচ্ছা তা করবি।।
সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ।তোরা আমাদের এই সম্পদটারে নষ্ট করিসনা।দোহাই লাগে আমাগোরে ডুবাইছনা।তরা তগো দাদাগো খুশি করানোর লাইগা আমাগো এত্ত বড ক্ষতি করিসনা।
আমাগোরে ভাতে মারতেছিস,পানিতে মারতেছিস আর কতভাবে মারবি।এইবার একটু থাম।আমাগোরে এইবার একটু শান্তিতে ঘুমাতে দে।
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন