অনেক দিন পর টুডে ব্লগে।
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৩:৪০ রাত
এসবি ব্লগে লেখা লেখির যে আনন্দ পেতাম, সেটা পূরণ করতেই টুডে ব্লগে নিবন্ধন করি। কিন্তু এসবির সেই হারানো স্বাদ আর পেলাম না। বাকশালী সরকারের রক্ত চোখ বাকস্বাধীনতাকে বার বার কেড়ে নিচ্ছে। টুডে ব্লগেও তারা হানা দিচ্ছে। তাই অনেকদিন এখানে লিখতে পারিনি। আর লেখার উপর মন্তব্য না এলে এমনিতেই লেকার আগ্রহে ভাটা পড়ে। এখানে মন্তব্য আর জবাবের ধারটা এসবির মত নেই। তারপরও এখানে আজ লিখলাম। কারণ লেকা লেখি না করে একদম থাকতে পারিনা। লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। কীবোর্ডে হাত চালাতে না পারলে দিনটাই যেন কাটতে চায়না।
ফেসবুকে লিখছি, তাতেও সাধ পূরণ হযনা। ব্লগে থাকতেই হয়্ । টুডে ব্লগকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন