দু'টি মাসয়ালার সমাধান চাই।
লিখেছেন লিখেছেন পান্থ নজরুল ১৯ এপ্রিল, ২০১৩, ১০:০৯:২৭ রাত
পড়বেন সবাই তবে উত্তর দিবেন শুধু যারা জানেন তারা। অনেক বড় বড় আলেম আজকাল ব্লগিং করেন তাই তাঁদের কাছে মাসয়ালা দু'টির সমাধান আশা করবো।
আমাদের গ্রামে আজ একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে জুমায়ার নামাজ আদায়ের মাধ্যমে। এটি আগে মক্তব ছিল আজ থেকে জামে মসজিদ। নতুন একজন তরুন মাওলানা নামাজ পড়ালেন। তবে খুতবার প্রথম অংশ পড়লেন, নুতন মাওলানা আর দ্বিতীয় অংশ পড়লেন, মক্তবের হুজুর। খুতবার আগে আজান দিলেন মক্তবের হুজুর। তিনি এ আজান দেওয়ার জন্য বাহিরে চলে যান। দুইজনে মিলে খুতবা পড়া এবং বাহিরে খুতবার আজান দেওয়া নিয়ে মুসল্লিদের মাঝে গুণজন শুরু হয় নামাজের পর।
জানতে চাইঃ
১। দু'জনে খুতবার দু'অংশ পড়লে নামাজের ক্ষতি হবে কি না?
২। খুতবার আজান বাহিরে দেওয়া জরুরী কি না?
আশা করি জাননেওয়ালা বন্ধুগণ আওয়াজ দিবেন। যাযাকাল্লাহ খায়ের।
বিষয়: বিবিধ
১৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন