ছোট্টবেলার কথা

লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা কাকাতুয়া ১৯ এপ্রিল, ২০১৩, ১০:২৬:২১ রাত

সেই পুরোনো, মন ভরানো,

সোনা মাখা রং ছড়ানো,

শরীর জুড়ে প্রফুল্লতার

অনন্য় এক ঘোর জাগানো,

ছেলেবেলার স্মৃতি...

ছোট্ট কাঁধে ব্য়াগ ঝুলিয়ে,

স্কুলেতে পা বাড়ানো,

পড়া শুধুই?

ক্লাসে বসে ফিসফিসিয়ে দল

পাকানো,

বন্ধুযোগে চুপিসারে স্কুল পালানো,

পালিয়ে গিয়ে ঝাউবনেতে কত খেলা,

দুষ্টুমি আর ঘাম ঝরানো,

কখনো বা নীল সাগরের ঢেউ

খেলানো-বালুচরে অসীমতার

প্রান্তভাগে জল ঝাপানো,

ছোট্ট দাঁতে বাদামগুলির ছাল

ছাড়ানো,

এমন করে কত সময়, কাল গড়ানো,

আমার ছেলেবেলা..

কত্ত রকম খেলা!

সিগারেটের খোলস

দিয়ে বক্কা খেলা,

বরইবীচির মার্বেল আর

পলিথিনের ঘুড়ি উড়িয়ে,

কেটে গেছে কত বেলা!

আন্টিস, ফিল আর সাতচারা, পাড়ায়

পাড়ায় ফুটবল ম্য়াচ,

কত জেতা, কত হারা..

আর, দিনের শেষে- -

পাড়ার পুকুরে ঝাঁপ .............

স্মৃতি নিয়ে বেচে থাকি_

আসলে কী,

দিন শেষে দেখি..

চারপাশে শুধু বেদনার মাখামাখি,

সুখ খুজতে গিয়ে টের পাই- স্মৃতিটাই

আছে বাকী।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File