বৃদ্ধ লোকটি হতবম্বের মত নিজ স্থানে ঠাই দাড়িয়ে রইল।
লিখেছেন লিখেছেন নির্মল আকাশ ১৯ এপ্রিল, ২০১৩, ১০:৩২:২৫ রাত
আমার বাসার পাশ দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে। একটি অল্পবয়স্কা মেয়ে রাস্তার এক প্রান্তে দাড়িয়ে একটু দূরে থাকা একটি ছেলের সাথে ইশারা ইঙ্গিতে কি যেন বলছিল। আমি আমার বাসার বারান্দায় দাড়িয়ে ছিলাম। হটাত একজন বয়স্ক লোক মেয়েটিকে লক্ষ্য করে খারাপ ভাষায় বলে উঠল, "এখানে দাড়ায়ে দাড়ায়ে নাঙের সাথে প্রেম কর।" মেয়েটি প্রতি উত্তরে বলল "আপনি যা মনে করছেন তা নয়।" এবং ছেলেটিকে কে লক্ষ্য করে বলল "ভাইয়া...... ভাইয়া ......। আপনি আমার ভাইয়া না। এই লোক টি বলে আপনি নাকি আমার নাঙ। আপনি তো আমার ভাইয়া। " ছেলেটি দূর থেকে কাছে এসে মেয়েটির উড়নার এক পাশ টেনে নিজের ঘর্মাক্ত হাত ও মুখ মুছতে শুরু করল এবং মেয়েটি কে সাথে করে আমার দৃষ্টির আড়ালে চলে গেল। আর বৃদ্ধ লোকটি হতবম্বের মত নিজ স্থানে ঠাই দাড়িয়ে রইল।
আজকের ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম।
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন