কতিপয় শব্দার্থ জানা জরুরী মনে হইতেছে। কতদিন আর মুর্খ থাকমু...

লিখেছেন লিখেছেন অনল দুহিতা ১৯ এপ্রিল, ২০১৩, ১০:৩২:৫২ রাত

১. সুশীল- (স্বচোক্ষে একজনও দেখি নাই, অথচ আকাশে-বাতাসে তাহাদের নাম। বড়ই আফসোসের কথা। :{)

২. তান্ডব-(কতিপয় টিভি চ্যানেলে এই শব্দটির বহুল ব্যবহার দেখিয়া মনে হইতেছে, নাক ডাকাও তান্ডবের অন্তর্ভূক্ত হইবে। :o )

৩. জনগণ-( রাঘব-বোয়াল হইতে চুনোপুটি পর্যন্ত সকলেই ইহাদের লইয়া টানাহেচড়া করে। এরা আসলে কেরা!! O_o )

৪. মধ্যযুগ-( এই টাইমে আসলে হইসিলো কি!! সবাই দেখি জানে খালি আমি জানিনা! :'|)

৫. মুক্তিযুদ্ধের চেতনা-( ইহা আসলে কি! কি! কি! ??)

৬. ধর্মীয় অনুভূতি-( আজকাল শুনতেছি মাওলানারাও ইহাতে আঘাত করেন! বড়ই আচার্য! :/ )

৭. দেশপ্রমিক- ( এই বিষয়ে আমার ব্যাপক আগ্রহ। আমগো ঘরে এমন কেউ নাইতো... :( )

৮. নাশকতা- (অনেকে নাকি ঘুমের মধ্যেও এই কাজ করে! কোন জমানায় আইলাম... Surprised)

৯. লুল- ( কেউ আমার উপর একটু দয়া করেন। আমি কিছুতেই ইহার ব্যবহার বুঝিতে পারিনা। আর এই দুঃখ রাখার জন্যে দুনিয়ায় কোনো পতিত জমিও পাইতেসিনা। :'( )

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File