মুছে যাবে শতেক সভ্যতার অভিশাপ শুধু মুছবেনা শহীদের রক্তের ছাপ.........
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ২৮ জুলাই, ২০১৩, ০৪:৩৩:৩৩ রাত
হ্নদয়ের একূল ওকূল ছাপিয়ে বর্ষার বিধ্বংসী প্লাবন...
জলস্রোতে নাকি কোমল অনুভূতির কষ্ট ধুয়ে যায়...,
ভুল স্বপনেরা ধুয়ে যায়...,
মরিচিকা মেঘ সরে যায়......
আচ্ছা,
রাজপথের কালো পিচের পরতে পরতে যে রক্ত ছোপ,
অজস্র হ্নদয়ে যে ক্ষতের উপর ক্ষত,
হাজার হাজার অপূর্ণ স্বপ্নের শেষ বিদায়ে যে
ভাবলেষহীনতা...,
ধোয়া যায়?
ধোয়া যাবে, কোন কাউসারের পানিতে?
এ রক্তের ছোপ কিছুতে মুছবেনা।
শতবার বর্ষা আসুক,
মুছে যাবে শতেক সভ্যতার অভিশাপ
শুধু মুছবেনা শহীদের রক্তের ছাপ.........
বিষয়: সাহিত্য
১৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন