সত্য ও সুন্দর!

লিখেছেন লিখেছেন ইক্লিপস্ ২৮ জুলাই, ২০১৩, ০৪:১৩:১৯ রাত

[]প্রতিটি মানুষ তার নিজ রুপের স্ব-প্রতিচ্ছবি যার অন্তর আর বাহীর এক নয়। মানব সমাজ তার নিজস্ব চিন্তা-চেতনার বহীঃপ্রকাশ। আমরা বাঙালী জাতি হিসেবে যে ভাবে গড়ে উঠেছি আমাদের চিন্তা ও চারিত্রে তার কতটুকু প্রতিফলন ধরে রাখতে পেরেছি। আমরা ব্যক্তি নির্ভর চিন্তা-চেতনা ও স্বার্থপরতার রন্ধ্রে-রন্ধ্রে আবরীত, সুযোগের অভাবে চারিত্রিক অবগুন্ঠন। বাস্তবতার দোলায় মানবীক জীবন চলার ব্যবস্হাকে শৃঙ্খল হীন কয়েদীর মত, রক্তাক্ত ব্জ্রপাতের ন্যয় সত্যকে প্রতিনীয়ত আবদ্ধ করে রাখছি। আর যারা প্রতিবাদী তাদের রুদ্ধ করে সমাজ প্রতিনীয়ত কলঙ্কিত করছি। আসুন আমরা সবাই নৈতিকতার স্বরুপে ফিরে যার যার অবস্হানে থেকে সত্য ও সুন্দর সমাজ ব্যবস্হায় মানবতাকে আগলে ধরী।

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File