ধ্বংসের পদধ্বনি শুনি!!!
লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা কাকাতুয়া ০৬ মে, ২০১৩, ০৭:৪৪:৪৫ সন্ধ্যা
আমার মনে হচ্ছে দেশটা অচিরেই ধ্বংস হতে যাচ্ছে। এখানে আপনাকে কেও যদি রাস্তায় প্রকাশ্যে কুকুরের মত মেরে ফেলে, আপনি সবার সহানুভূতিটুকুও পাবেননা। এক পক্ষ আপনার শোকে মাতম করবে, আর অন্য পক্ষ আনন্দ উদযাপন করবে!
কিছুদিন আগে পুলিশ ২ দিনে জামাত-শিবিরের শতাধিক লোককে গুলি করে মেরেছিল। আমরা দেখেছি তাদের জন্য কেউ কেঁদেছিল, আবার কেউ চরম পুলকিত হয়েছিল। ফটিকছড়িতে আওয়ামীলীগের শতাধিক লোক খুন হয়। তখনও দেখেছি অনেকে পাশবিক আনন্দ করেছে। সবচেয়ে স্তম্ভিত হলাম আজকে। কাল রাতে সহস্রাধিক নিরস্ত্র লোককে নির্বিচারে গুলি করে মারা হল। এই ঘটনায় এক পক্ষ অত্যন্ত অমানবিকভাবে আনন্দ প্রকাশ করছেন। তবে কি আমরা এখন থেকে বাংলাদেশি নামের একটি জাতি আর নই! আমরা কি নিজেদেরকেই দুটি ভাগে ভাগ করে ফেলছি, যেখানে নিজ দেশেরই ভিন্নমতের ভাইদের চরম দুর্যোগেও আমরা উল্লাস করি?
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন