কার কার এলাকায় শুয়োরের বাচ্চা আছে আওয়াজ দিন!

লিখেছেন লিখেছেন পান্থ নজরুল ৩০ মে, ২০১৩, ১০:১৭:২২ সকাল

আমাদের মহল্লার রাস্তা মাত্র আট ফুট প্রশ্বস্ত। বৃষ্টি থামার বিশ মিনিট পরও পাশের বিল্ডিং এর ছাদের পাইপ থেকে ঝর্ণার ধারার মতো পানি পড়ছে রাস্তার ঠিক মধ্যখানে। লোকজন যেতে পারছে না কিংবা যেতে পারলেও নিজের পোশাককে রক্ষা করতে পারছে না। এভাবে ছাদের পানি দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য বাড়ীওয়ালাকে কেউ কুত্তার বাচ্চা, কেউ শুয়োরের বাচ্চা বলে অভিনন্দন জানাচ্ছে! Love Struck

পথে মল ত্যাগ করে বাবাকে গালি খাওয়ানোর মতো কুলাঙ্গার তো এদেশে ভুরি ভুরি বিদ্যমান। যে সমস্ত বাড়ীওয়ালা তাদের ছাদের পানি পাইপ দিয়ে রাস্তার মধ্যখানে ফেলেন তারাও রাস্তায় মল ত্যাগের মতো বাবাকে খালি খাওয়ায়। এরকম ননসেন্স বাড়ীওয়ালা প্রত্যেকটা শহরেই বিদ্যমান।

আমার জানামতে এই তালিকায় জনপ্রতিনিধিও আছেন, আছেন তিন বার হজ্ব আদায়কারী হাজী সাহেবও। এই শুয়োরের বাচ্চাগুলোর সেন্স কি ফিরে আসবে? নিজ বাড়ীর ছাদের পানির অত্যাচার থেকে জনগণকে কি রেহায় দিবে? না নিজ থেকে দিবে না। আসুন আমরা এদেরকে সচেতন করে তুলি। বুঝিয়ে শুনিয়ে বলি, বাবা তোমার ছাদের পানি তোমার বাড়ীতেই ফেল, সরকারী রাস্তায় নয়।

বিষয়: বিবিধ

২১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File