সরকারের অর্জন ম্লান করে দিচ্ছে বিরোধী দল!

লিখেছেন লিখেছেন পান্থ নজরুল ১৮ এপ্রিল, ২০১৩, ১১:১২:০৯ রাত

ধ্বংসের প্রতীক আওয়ামী লীগ ক্ষমতায় এসে অতিদ্রুত এবং চতুরতার সাথে শেয়ার মার্কেট, বিডিআর, ব্যাংক, বিদ্যুৎ, রেল, গার্মেন্টস, শিক্ষা ব্যবস্থা, ধর্ম, বিরোধী দল সব কিছু ধ্বংস করে দিয়ে এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে বলছে তাদের অর্জন নাকি ম্লান করে দিচ্ছে বিরোধী দল! আচ্ছা বলুন তো দেখি ওদের অর্জনটা কি? ওরা তো ক্ষমতায় আসার পর থেকে শুধু ধ্বংস করে যাচ্ছে। ওদের অত্যাচারে দেশটা আজ ক্ষত-বিক্ষত। পারে তো গোটা দেশটাকেই গিলে খেয়ে ফেলে এই চোরে ভরা দলটি।

চোর-বাটপার-সন্ত্রাসী সমৃদ্ধ দলটি যদি এভাবে দেশটাকে অত্যাচার করতে থাকে তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটি থাকবে কিনা সন্দেহ আছে। যেমনটি আশা করছে তাদের প্রভু ভারত। ভারত চাচ্ছে তাদের পরম কটুম আওয়ামী লীগ যেন এভাবে অত্যাচার-নির্যাতন করে এদেশটার বারোটা বাজিয়ে দেয় আর এক সময় বেঁচে থাকার তাগিদে বাংলাদেশ মহা-ভারতের কাছে সাহায্যের হাত বাড়াবে আর এ সুযোগে মহ-ভারত বাংলাদেশকে সাত পাকে বেঁধে ফেলবে!

নিজের ভালো নাকি পাগলেও বুঝে কিন্তু আওয়ামী লীগের মাথা মোটা চোরগুলি বুঝলো না। দেশটাকে শেষ না করা পর্যন্ত এই খ্যাপাটে পাগলাগুলো থামবে বলে মনে হচ্ছে না। এহেন অবস্থায় দেশের সকল ধর্মের দেশপ্রেমিক নারী-পুরুষ একজোট হয়ে এই খ্যাপাটে পাগলাগুলোকে উপযুক্ত মুগুর দিয়ে সাইজ করতে হবে নচেৎ নিকট ভবিষ্যতে পস্তাতে হবে। তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না।

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File