জনাব মাহমুদুর রহমানের মুক্তির জন্য কঠোর কর্মসূচী চাই

লিখেছেন লিখেছেন পান্থ নজরুল ১১ এপ্রিল, ২০১৩, ১০:১৪:৫০ রাত



সারা বাংলায় বর্তমান ইসলামী মহাজাগরণের পিছনে অনেকেরই অবদান রয়েছে। তবে মিডিয়া জগতে সিংহভাগ অবদান দৈনিক আমার দেশ পত্রিকার। অকুতোভয় কলম সৈনিক বীর মুজাহিদ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান এবং তাঁর সহযোদ্ধারা এর জন্য দুনিয়াতে মুসলিমদের হৃদয়ে তো ঠাঁই করে নিয়েছেন উপরন্ত আখেরাতে আল্লাহর রহমত এবং মাগফেরাতেরও ব্যবস্থা করে নিয়েছেন।

দেশ প্রেমিক, ইসলাম প্রিয় পত্রিকা আমার দেশ এবং এর সাহসী সম্পাদকের ওপর আজ হিংস্রতার থাবা বসিয়েছে গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার। মহাজাগরণের নেপথ্য মহানায়ক জনাব মাহমুদুর রহমান মজলুম। তাঁর মুক্তির জন্য কঠোর থেকে কঠোরতর কর্মসূচী দেওয়া মহাজাগরণের কোটি কোটি সৈনিকের ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি।

সুতরাং চলমান ইসলামী মহাজাগণের সিপাহ সালার হযরত আল্লামা আহমদ সফী (দা.বা.) এর নিকট আমাদের প্রাণের দাবী মজলুম কলম সৈনিক বীর মুজাহিদ জনাব মাহমুদুর রহমানের মুক্তির জন্য কঠোর কর্মসূচী ঘোষণা করুণ এবং সহযোদ্ধাকে মুক্ত করে নিয়ে আসুন। যাযাকাল্লাহ খায়ের।

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File