হে আল্লাহ, খাটাশ প্রজন্ম ও উদিয়মান খাটাশ থেকে আমাদের রক্ষা কর। আমীন।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২১ মার্চ, ২০১৩, ১২:০৭:১৬ দুপুর

হে আল্লাহ, এদেশে অন্তত আগামী ২০(বিশ) বছরের জন্য সেনা শাষনের ব্যবস্থা করে দাও।

তাতে করে খাটাশ প্রজন্ম ২০ বছরে বয়সের ভারে এমনিতেই মরে যাবে। ২/১ জন ফাক গলে বাঁইছা গেলেও খাটাশি করার শক্তি থাকবে না। খাটাশ প্রজন্ম যে কয়জন তরুন প্রজন্মের তেড়া, গোঁয়ার, লুইচ্চারে খাটাশী শিখাইছে তারাও এই বিশ বছরের কম্ভল প্যরডে শিদা হইয়া যাইবো, শিদা না হইতে চাইলে, কানা, খোঁড়া, লুলা হতে বাধ্য।

আর আমাদের বুদ্ধিব্যবসায়ী হিসাবে পরিচিত বুদ্ধিপ্রতিবন্ধীরাও এই সময়ে অক্কা পাবে।

মোট মিলিয়ে বিশ বছরের জাঁতাকলে পড়ে ভালো মানের নেতা ও বুদ্ধিমান উঠে আসতে বাধ্য। তখন আর এখনকার মত খাটাশ প্রজন্মও থাকবে না আবার উদিয়মান খাটাশও থাকবে না।

এই বিশ বছরে হয়তো প্রথমদিকে অর্থনীতির একটু সমস্যা হবে কিন্তু এক সময় সেটার সুফল আমরা পেতে বাধ্য।

হে আল্লাহ, আমরা আর সহ্য করতে পারছি না। এমন লাশের সারি দেখতে আর ভালো লাগে না। খাটাশ প্রজন্ম ও উদিয়মান খাটাশ থেকে আমাদের রক্ষা কর। আমীন।

বিষয়: বিবিধ

১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File