ক্ষমতা!!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১৭ মার্চ, ২০১৩, ০৩:৫২:১৩ দুপুর

ক্ষমতা!!!!! এ এক আজীব জিনিসরে ভাই, ক্ষমতার মোহ মানুষকে মনুষত্ব থেকে দূরে ঠেলে দেয়, করে ফেলে বুদ্ধিহীন, বিচার বিবেচনাকে করে জলাঞ্জলি, নিয়ে যায় অসভ্যের চুড়ান্ত সীমায়, নিজের স্বার্থ ছাড়া সর্বসাধারনের অধিকারকে ছুড়ে ফেলে দেয় লেলিহান আগুনে, অন্যের প্রতি সম্মান বা শ্রদ্ধাবোধ ফেলে আসে টয়লেটে, মুখদিয়ে বের হয় দুর্গন্ধময় ময়লা আবর্জনার মত মিথ্যার বেসাতী। এক কথায় খাটাশী চরিত্রকে আরো বীভৎস ও নির্দয় অবস্থায় নিয়ে যাওয়া।

উপরোক্ত বিষয়াবলী বিশ্বের অন্য কোন দেশের ক্ষেত্রে খাটে কিনা জানি না তবে বাংলাদেশের বর্তমান সরকারকে দেখলে সংজ্ঞাটা এমনই দাঁড়ায়।

সব কিছু মিলিয়ে গত বেশ কিছুদিন থেকে যদি খেয়াল করেন (সামান্য বোধ বুদ্ধি দিয়ে ও দলান্ধ না হয়ে) ও হিসাব করেন তাহলে দেখবেন সরকার কোন এক অসৎ উদ্দেশ্যে ও কারো অঙ্গুলী হেলনে দেশকে সংঘাত ও ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File