বুদ্ধিব্যবসায়ীদের সাম্প্রদায়ীকতা!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৬ জানুয়ারি, ২০১৪, ১১:০০:১৫ সকাল
আমাদের দেশের কিছু বুদ্ধিব্যবসায়ী প্রায়ই বলেন,
"সাম্প্রদায়ীক সহিংসতা রুখে দাঁড়াতে হবে"
আমার মাথায় ধরে না, বাংলাদেশে কোথায় সাম্প্রদায়ীক সহিংসতা হচ্ছে? ঐ বুদ্ধিব্যবসায়ীরা "সাম্প্রদায়ীক সহিংসতার" অর্থ বুঝে কিনা আমার সন্দেহ।
যা হচ্ছে, তার সবই, স্বার্থের জন্য, কিছু আছে রাজনৈতিক কারনে। যেমন,
> স্বার্থান্নেসী সুযোগ সন্ধানিদের ধান্ধা। মানে সুযোগ বুঝে অন্যের সম্পত্তি হস্তগত করার ধান্ধা। (রানা প্লাজার জায়াগা সহ এমন অনেক জায়গা দখল উল্লেখযোগ্য।)
> আওয়ামীরা অন্যদের ফাঁসাতে হিন্দু বাড়ীতে হামলা করছে। আওয়ামীদের কুট রাজনৈতিক কৌশলে এটা তাদের মোক্ষম অস্ত্র। হিন্দুদের সমস্যা, তারা মুখ খুলতে পারে না।
> ব্যাক্তিগত রেষারেষি, ব্যবসা নিয়ে বিবাদ, কোন কিছু নিয়ে ঝগড়া ইত্যাদি নিয়ে কোন মারামারীতে কোন হিন্দুর উপর আক্রমন হলেই সেটা হাইলাইট হয় সংখ্যালগু নির্যাতন হিসাবে। অথচ সেখানে হিন্দুরা দোষি হলেও নির্দোষ।
> ভোটের রাজনীতিতে রাজনৈতিক হাঙ্গামা। এতে হিন্দুরা তো রাজনৈতির উর্ধে নয়। তারাও রাজনীতি করছে।
>> ইত্যাদি ইত্যাদি
অন্যদিকে দেশে সংখ্যালগু হিসাবে কেউ বিবেচ্য হতে পারে না। কারন সবাই সকল সুবিধা একই রকম ভোগ করছে।
মোদ্দা কথা, বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এখানে যা হচ্ছে সবই ব্যাক্তিগত বিবাদ বা ফায়দা হাসিলের রাজনীতির খেলা।
আমার ধারনা ঐ সব তথাকথিত বুদ্ধিব্যবসায়ীরাই সাম্প্রদায়ীক দাঙ্গা লাগাতে চায়। এবং সংখ্যালগু তত্ব তাদের উদ্দেশ্যমুলক সৃষ্টি।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরা তো শিক্ষিত না, ওরা শুধু মাত্র খাদক।
কমেন্টের জন্য ধন্যবাদ।
কমেন্টের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন