মন্ত্রী এমপিদের মাছের ব্যবসা Vs সংস্কৃত শাস্ত্র শিক্ষা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১২ জানুয়ারি, ২০১৪, ০৯:২২:১২ সকাল

ভাতিজা, সংস্কৃত শাস্ত্র পড়ে বাড়িতে আসছে,

এটা শুনে চাচা উগির তলে(চৌকির তলে) পালিয়ে আছে, পাছে ভাতিজার সাথে সংস্কৃত না বলতে পেরে লজ্জ্বা পায়!!!

ভাতিজা এসে চাচিরে জিগায়,

চাচিয়ং চাচিয়ং মোর চাচা কোথায়োং?!!

চাচা তাড়াতাড়ি বের হয়ে এসে বলে,

(ং) উনস্কার দিলে যদি সংস্কৃত হয়!!! আমি কেন উগির তলে হান্দায়রং?!!!!

আমাদের মন্ত্রী-এমপিদের মাছের-গাছের ব্যবসা যেভাবে জমজমাট!!! আর যেভাবে সম্পদ বাড়ার হিসাব দেখলাম, তাতে করে আমাদের দেশের সবার কয়েক তলা বিশিষ্ট পুকুর বানিয়ে হলেও মাছের চাষ করে সেটা রপ্তানী করেই দেশকে আমেরিকার চাইতে উন্নত করা সম্ভব!!!

আসুন মাছের পেছনে লাগি!!!

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File