বাঁশেরকেল্লা -মু.মোশাররাফ হোসাইন

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৬ জুন, ২০১৩, ১১:১৫:৪০ সকাল

শহীদ তীতুর বাঁশেরকেল্লা

মাজলুমানের তরে....

একুশ শতকের পাঁন্জেরী বেশে

ফররুখ এসেছে ফিরে,

সারা বিশ্বের দরবারে । ।

বাঁশেরকেল্লার মাঝি মাল্লারা

আজি সারা বাংলার ঘরে ঘরে

স্বপ্ন জেগেছে বিক্ষুদ্ধ প্রতিটি অন্তরে

কিশতি ভেসেছে তীরে,

রাত পোহাবার তরে । ।

খালিদ তারিখ হামযার রক্ত

আমাদের ধমনী জুড়ে

বক্ষে ইমান হাতে শমশের

নেট স্যাটেলাইটকে ঘিরে,

যুদ্ধ আমাদের সাইবারে । ।

যালিমের শিকলে হানবো আঘাত

হলুদ মিডিয়ার সংসারে

শপথ করেছি দ্বীন প্রতিষ্ঠার

আনবো বিজয় ঘরে,

নয়তো সে চেষ্ঠায় যাবো মরে । ।

০৬/০৬/১৩

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File