ইহকাল
লিখেছেন লিখেছেন এম_আহমদ ০৬ জুন, ২০১৩, ০২:৩৮:১৮ রাত
অনন্ত চলার পথে খানিক কাটানো কিছু মূহুর্ত্তের এ জীবন
তবুও এখানে আছে প্রেম, আছে ভালবাসা, রঙিন স্বপন।
আছে কোমলে-বিমলে মাখামাখি করা নানারূপ অনুভূতি
আছে বলিবার স্পৃহা, ‘আমার, আমার’, মোহঘোরে বিবৃতি।
আসে শৈশো-কৈশোর, যৌবন মধুর চঞ্চল গতিতে চলা
দেখিতে দেখিতে আসে প্রৌঢ়, আসে বার্ধক্য বিদায় বেলা।
জাগে বুদবুদ হয়ে কত আশা,
তারপর ফেটে ফেটে যায়, ঘনায় নিরাশা।
ভাঙ্গে স্বপন, গড়ে প্রাণপণ, এভাবেই কাটে বেলা
কত আশা আর আকাঙ্ক্ষা ঘিরে রাতদিন হয় খেলা।
এ চলন্ত গতির স্বপনে-ধ্যানে কাটে কত ধরনের কাল
বুঝি বুঝি করে বুঝার আগেই আসে আজলের [১] বিকাল।
II
এ খেলাঘর ছেড়ে যেতে হবে -অমোঘ এ বিধান
আসিতেও কাঁদি, কাঁদি ফিরে যেতে, বড় অসহায় প্রাণ।
হঠাৎ যেতেও চাহে না যে মন
আবার চাহে না অতি জীর্ণ জীবন
এ ঘরের লীলা-খেলা,
করুণ, বড়ই করুণ।
যে মরে যায়, চলে যায় সে সহজ প্রলয়ে
বাকী থাকে দ্বিতীয় প্রলয়
বাকীদের তরে,
দহিতে;
তিলে তিলে পলে পলে।
৩রা জুলাই ২০০৯
__________________
নোট: [১] আজল: একটি নির্দিষ্ট, নির্ধারিত সময়, জীবন থেকে মৃত্যু পর্যন্ত
________________
অন্যান্য
(১) দূরের স্মৃতি
(২) তারে ধরিতে না পারি
(৩) বিমূর্ত লাল
(৪) অনন্ত কালের দিকে তাকালাম
বিষয়: সাহিত্য
৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন