কুমিরকে খেয়ে ফেলল সাপ!

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৪ মার্চ, ২০১৪, ০৪:০৯:১১ বিকাল





কুমিরকে পেচিয়ে কাবু করে ফেলছে সাপ

'জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করতে চেষ্টা করবে না' আমরা প্রায়ই আমাদের প্রতিপক্ষকে হুমকি দেওয়ার সময় কথাটি বলে থাকি। সত্যিই, পানিতে বাস করে এমন প্রাণীর পাশাপাশি ডাঙার অনেক প্রাণীও কুমিরকে ভয় পায়।

তবে এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। একটি সাপ প্রতিপক্ষ কুমিরের সাথে দীর্ঘ ৫ ঘন্টা লড়াই করে জিতে গেল। জয়ের পর খেয়ে ফেলল কুমিরটিকে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মুনদারা হ্রদে।

কুমির আর সাপের লড়াইয়ের ঘটনাটি নিজের ক্যামেরায় ধারণ করেছেন স্থানীয় বাসিন্দা টিফানি কর্লিস।

সাপটি ছিল ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। পানিতে লড়াইয়ের সময় কুমিরকে পেচিয়ে ফেলে সাপটি। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করে ডাঙায় তুলে এনে অজগর খেয়ে ফেলে প্রতিপক্ষ কুমিরটিকে।



কুমিরকে খেয়ে ফেলেছে অজগর

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা টিফানি কর্লিস বলেন, শুরু থেকেই কুমিরটি লড়াই করেছে। বেঁচে থাকার জন্য নিজের মাথা পানির বাইরে বের করার চেষ্টা করেছে। আর লড়াইয়ের প্রথম দিকে উভয় প্রাণী দুর্বল হয়ে পড়েছিল।

টিফানির স্বামী কার্লিস বলেন, প্রতিদ্বন্দ্বী প্রাণী দু'টি বেশ লড়াই করেছে। আমরা দাড়িয়ে প্রচণ্ড বিস্ময় নিয়ে ঘটনা প্রত্যক্ষ করছিলাম।

ঘটনার অপর প্রত্যক্ষদর্শী এলিস রোসেনথাল স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, সাপ ও কুমিরের মধ্যে ৫ ঘন্টা 'যুদ্ধ' হয়েছে। সবশেষে সাপটি তার প্রতিপক্ষ কুমিরটিকে খেয়ে ফেলে। "এ ধরনের ঘটনা আপনি প্রতিদিন দেখতে পাবেননা", যোগ করেন তিনি। সূত্র: বিবিসি

- See more at: http://www.timenewsbd.com/news/detail/5788#sthash.e2u5xuJc.dpuf

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186651
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : Crying Crying Crying ওরে আল্লাহ আমি তো অবাক। হাউ পসিবল
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১১
138379
অরুণোদয় লিখেছেন : ঠিক তাই।
186653
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৪
হতভাগা লিখেছেন : গতকাল রাতে বিবিসি/সিএনএনে দেখেছিলাম

বেশ অবাকই লেগেছিল ।

তবে ওটা কুমির মনে হয় না , ঘড়িয়াল ছিল ।
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
138377
অরুণোদয় লিখেছেন : বিবিসির অনলাইন সংস্করণে কুমিরের কথা বলা হয়েছে। ধন্যবাদ
186666
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
আহমদ মুসা লিখেছেন : এই দূর্লভ ঘটনার কি কোন ভিডিও চিত্র পাওয়া যাবে কোথাও?
186679
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুবহানাল্লাহ!
186681
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুনহানআল্লাহ, সবই আল্লাহর ইচ্ছে।
186683
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুবহানআল্লাহ, আল্লাহুআকবার।
186726
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
সজল আহমেদ লিখেছেন : আল্লাহ আর কত আশ্চর্য জিনিস দেখাবে আমাদের!আল্লাহু আকবার।
186853
০৪ মার্চ ২০১৪ রাত ১০:০১
মোঃজুলফিকার আলী লিখেছেন : সত্যি অবাক করার মতো। ধন্যবাদ পোস্টের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File