অপ্রিয় হলেও সত্য-২ (ফেইসবুক নিয়ে যন্ত্রনা)
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ মার্চ, ২০১৪, ০৪:৫৪:৪৮ বিকাল
আরিফ সকালে কন্যা জাহরাকে স্কুলে পৌছে দিয়ে অফিসে এসে দেখে টেবিলে পত্রিকা নেই। অফিসের পিয়ন এসে বলল, "স্যার এখনো পত্রিকা আসেনি।" আরিফ পিয়নকে "আচ্ছা ঠিক আছে" বলে মোবাইলে ফেইসবুক ওপেন করে বিভিন্ন খবরা-খবর দেখতে থাকে।
ফেইসবুকে আরিফের ফ্রেন্ডলিস্টে বন্ধুর সংখ্যা এখন ৭০০ এর কাছাকাছি। প্রতিদিন কয়েকজনের রিকোয়েস্ট পায়। আরিফ কাউকে কনাফার্ম করার আগে কিছু কিছু বিষয় ভাল করে দেখে নেয়। কোন আজে-বাজে, নোংরা পেইজ ও গ্রুপে লাইক প্রদানকারীকে আরিফ কর্নফাম না করেই ঝুলিয়ে রাখে।
আরিফ ফেইসবুকে তার বন্ধুদের স্ট্যাটাসগুলো পড়ে লাইক দিতে ভুল করে না। বিশেষ করে শিক্ষণীয় পোষ্টগুলো অন্যদেরকেও শেয়ার করে। আরিফ কোনদিন ফেইসবুকে তার বউয়ের ছবি শেয়ার করেনি। কারন সে জানে ফেইসবুকে আপলোডকৃত ছবি মিনিটেই লক্ষ মানুষের কাছে পৌছে যায়। যে কেউ ছবিগুলো নিজেদের দখলে নিয়ে যেতে পারে।
আরিফ ফেইসবুকের ফ্রেন্ডলিস্টে ভাই-বোন-আত্বীয়-স্বজন-বন্ধু-বান্ধবসহ আরো অনেক অচেনা ব্যক্তিকে এ্যড করে রেখেছে। তাই কোন কিছু শেয়ার আগে চিন্তা-ভাবনা করেই শেয়ার করে। কোথাও লাইক দেবার আগেও ভাল করে দেখে নেয়।
ইদানিং ফেইসবুকেও প্রতারণার কিছু কিছু চিত্র দেখে আরিফ অবাক হয়। প্রতারকরা ফেইসবুকের মাধ্যমে ভাব জমিয়ে ফায়দা লুটতে চায়। সুন্দর সুন্দর কথা বলে সহজ সরল মানুষদেরকে প্রতারনার জালে আটকাতে তৎপর থাকে। বিশেষ করে মেয়েদেরকে তারা বেশী টার্গেট করে। তাই আরিফ কারো সাথে চ্যাট করার সময় সাবধানতা অবলম্বন করে। ফেইসবুকের অপরিচিত কোন বন্ধুর সাথে সরাসরি দেখা না হওয়া পর্যন্ত তথ্য আদান-প্রদানে সতর্ক থাকে।
বিষয়: সাহিত্য
২০৫০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
আমি মন্দগুলোকে প্রথমে গ্রহন করিনা, বরং একটা মেসেজ পাঠাই তার মন্দগুলো সংশোধনের জন্য! মেনে নিলে ভালো, না মানলে সালাম।
মন্তব্য করতে লগইন করুন