এভাবেই এমপি দের থেকে দুরে সরে যাচ্ছি আমরা =============================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৪ মার্চ, ২০১৪, ০৩:৪৪:৪৮ দুপুর

১৯৯২-৯৩ সালে সংসদ ভবনের ভিতরের লেকের পাড়ে আড্ডা দিতাম

এর পরে সেখান থেকে বিতাড়িত হয়ে দক্ষিণের সিঁড়িতে আড্ডা জমালাম

একসময় সেখান থেকেও বিতাড়িত হয়ে দক্ষিণের এবং পশ্চিমের মাঠে আড্ডা দিতাম……

সেখান থেকে বিতাড়িত হবার পরে আর আড্ডা দিই নাই……

শুধুমাত্র মানিক মিয়া এভিনিউ দিয়ে যাবার সময় সংসদ ভবন দেখতাম।

গতকাল দক্ষিনের এভিনিউতে কিছুক্ষন বসেছিলাম আর ভাবছিলাম……

কয়েক দিন পর সামনে উঁচু দেয়াল উঠবে এই সৌন্দর্য আর দেখতে পারবনা……।

কিন্তু,

তার চেয়েও বড় বেশী অনুভব করলাম এইভাবেই এমপিরা দিনে দিনে জনতা থেকে দুরে সরে যাচ্ছে……… একটা উঁচু দেয়ালের ভিতর রাজপ্রাসাদের অন্দর মহলে ক্রমশ ঢুকে যাচ্ছে…।

এই এলিট শ্রেনীর বাইরে আমরা হলাম আম জনতা………আমাদের থোড়াই কেয়ার করে এরা।

বাঙালীর কৃষক, জেলে পরিবার থেকে উঠে আসা এই এলিট শ্রেনীর চেহারা আসলে কতটাই কুৎসিত!!!!!

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186646
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
186657
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৭
শিশির ভেজা ভোর লিখেছেন : কয়দিন পর উনাদের শুধু নাম শুনতে হবে আর টিভিতে দেখতে হবে।
186685
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : হয়তো কয়েকদিন পর তাদের কে পত্র পত্রিকায় ভিডিও বার্তার মাধ্যমে দেখতে পাবো।
186728
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
সজল আহমেদ লিখেছেন : হুঁ
186754
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : গুটি পোকার মতন হবে বোধ হয়৷ নিরাপত্তার ব্যাপার আছে না৷ তাই ও গুলোকে খাঁচায় রাখাই ভাল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File