একটা গোপন কথা

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৭ মার্চ, ২০১৩, ১০:৪৯:৩৪ সকাল

পারব কিনা জানিনা,

তবে বিষয়টা গোপন রাখবই

এতটা নিলর্জ্জ আমি নই।

আমি খুব

বেহায়া হয়ে যাচ্ছি,

বার বার তার দিকে তাকাচ্ছি,

চোখে চোখ পড়ে দুবার,

সে সময়টা কিজে লজ্জার.......!

কিন্তু বিষয়টা গোপন রাখবই

এতটা নিলর্জ্জ আমি নই।

আমার

চাহনি নিয়ে দুঃশ্চিন্তায় আছি,

জিপার খোলা প্যান্টের দিকে একটু পর পর তাকাচ্ছি....

ছিঃ কি লজ্জার........!

এই যা তাকালাম আবার ।

তবে বিষয়টা গোপন থাকবেই

এতটা নিলর্জ্জ আমি নই।

হঠাৎ কাধে হাত,

চমকাল রাত!

খোঁচা খোঁচা দাড়ি,

মুখে অকৃত্রিম হাসি........

.

.

.

না আমি পারিনি,

কথটা গোপন থাকেনি,

না না মুখে আমি কিচ্ছু বলি নাই

এতটা নিলর্জ্জ আমি নই.....।

..................অপ্সরা

বিষয়: সাহিত্য

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File