শাহাবাগী সমাচার এবং সুশিল ও কুশিল (!)
লিখেছেন লিখেছেন রফিকুল ইসলাম ১৭ মার্চ, ২০১৩, ১০:৪২:৫৬ সকাল
শাহাবাগী নাস্তিকদের পক্ষ যারা নেবে তারাও নাস্তিক। সুলতানা কামাল চক্রবর্তী ও বদিউজ্জামানরা দেশের নিরীহ গরীব মানুষের কথা বলে বিদেশ থেকে টাকা এনে এনজিওর নামে নিজেরা পাহাড়সম অর্থের মালিক হয়ে বিলাসবহুল জীবন যাপন করেন। এই সমস্ত গৃহপালিতদের অর্থের উৎস্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনুসন্ধান করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ইসলাম ও মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয়া এই সব ক্রিড়ানকদের জনগন প্রতিহত করবেই।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন