বিএনপির প্রসববেদনা শুরু, ডেলিভারী ১০ দিন পর
লিখেছেন লিখেছেন সুখের পায়রা ১২ মার্চ, ২০১৩, ০৩:৩২:২৭ দুপুর
সন্তান ভূমিষ্ট হওয়ার আগে মায়ের প্রসব বেদনা শুরু হয়। ব্যাথা চলতে থাকে সন্তান পৃথিবীতে না আসা পর্যন্ত । এ ব্যাথা সর্বোচ্চ ( -)২৪ ঘন্টা স্থায়ী হয়। এর মধ্যে ডেলিভারীনা হলে দ্রুত (৫টি বিপদ চিহ্নের আওয়াতায় এলে) অপারেশন ছাড়া উপায় থাকেনা । ৫টি বিপদ চিহ্নের অন্যতম একটি হলো সন্তানের হাত পা আগে আসা । এমনঅবস্থায় দ্রুত (সিজার) অপারেশনের ব্যবস্থা না করলে মাও নবজাতক এর জীবন মারাত্বক হুমকীর মধ্যে পড়ে । অনেক সময় নবজাতক অথবা মা মারা যায় । তেমনি সরকারের কার্যক্রম কিন্তু সম্পূর্ণ উল্টো ।
বিএনপির মতো একটি বড়দলের প্রথম সারির সব নেতাদের গণগ্রেফতারের মধ্য দিয়ে গতকাল থেকেই প্রসব বেদনা শুরু হয়েছে । নরমাল ডেলিভারী হওয়ার সম্ভাবনা নেই জেনেও খালেদা ম্যাডাম কি করে, কোন সাহসে তাত্ক্ষনিক সরকার পতনের চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কর্মসূচী ঘোষনা না করে সরকারকে আরও সময়দিয়ে কালক্ষেপন করলো তা আমার মাথায় আসছেনা । এতে কি নবজাতক ও মায়ের জীবনের হুমকির মতো দল ও দলের নেতাদের জন্য হুমকি নয় ?
বিষয়: রাজনীতি
১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন