বাকশাল কায়েম হয়েছে, রক্ষীবাহিনীও প্রস্তুত!!!!!
লিখেছেন লিখেছেন সুখের পায়রা ১২ মার্চ, ২০১৩, ০৪:০৮:২১ রাত
@@[1:[0:1: বাকশাল কায়েম হয়েছে রক্ষীবাহিনীও প্রস্তুত!!!!!]]
দেশে যে এখন একনায়কতন্ত্র শাসন চলছে তা হয়তঃ অনেকেই টেরই পাচ্ছেন না । শেখাসিনা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী রাজনৈতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন । সরকার পুলিশের পাশা পাশি নিজস্ব দলীয় বাহিনী দিয়ে নির্বিচারে গনহত্যা চালাচ্ছে । ক্ষমতায় টিকে থাকতে যে প্রতিবন্ধকতা করবে বা করছে তাকেই সরকার খুন গুম এবং মামলা দিয়ে নির্যাতন করছে এবং আগামীতেও করবে। যে কোন মূল্যে এবারও ক্ষমতায় আসা চাই । এই এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে । তত্তাবধায়ক সরকার তারা কখনই দেবে না । বিএনপি এ নিয়ে আন্দোলন করতে করতে শহীদ হলেও সরকারের এতে কিছুই যায় আসবেনা । সরকার তার নিজস্ব গতিতেই চলতে থাকবে । কোন বড় ধরনের আন্দোলন এ সরকারের কিছুই করতে পারবে না । শুধু শুধু কিছু প্রান চলে যাবে কিন্তু সরকার বিরোধীদলের চাওয়া পাওয়া কে কোন ভাবেই মূল্যায়ন করবেনা । যথাসময়ে আওয়ামীলীগের অধীনে আবার যেমন তেমন একটা নির্বাচন করে ক্ষমতার মেয়াদ ৫ বছর বাড়িয়ে নেবে সরকার । এবারের মেয়াদে জামায়াতকে নিসিদ্ধ তথা নিশ্চিহ্ন করবে এরপর হাত বাড়াবে বিএনপির দিকে । প্রয়োজনে যে কোন সময় খালেদা জিয়াকেও হত্যা করবে । আর এভাবেই তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার মহা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে । এই পরিকল্পনাটি সম্পূর্ণ ভারতের র এর, আর এটা বাস্তবায়নের জন্য সার্বিকভাবে সহযোগীতা করবে মহাশক্তিধর ভারত নিজে । এসব করতে গেলে রাজনৈতিক পরিবেশ অন্যরকম ঘোলাটে আকার ধারন করবে । তাতে কি ? কোন সমস্যা নেই । সেনা অভ্যুত্থানের কোন সম্ভাবনা নেই । কারন যারা বা যাদের নেতৃত্তে অভ্যুত্থান ঘটার সম্ভাবনা ছিল তাদের ইতিপূর্বে ২৫ ফেব্রয়ারী পিলখানা ট্রাজেডির মাধ্যমে হত্যা করা হয়েছে । আর বর্তমানের সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের দলীয় ভাবে নিয়োগ দিয়ে রেখেছে । সুতরাং ভয় নেই সেনা অভ্যুত্থানের । পুলিশবাহিনীর মতো সেনাবাহিনীও সরকারের নিয়ন্ত্রনে রয়েছে । দেশের প্রতিটি ঘটনা ঘটে যাচ্ছে সরকারের নির্দেশেই । আগামীতে গনহত্যা মারাত্বক আকার ধারন করবে । এটা ৭১ এর গনহত্যাকেও ছাড়িয়ে যাবে । এখন শুধু সময়ের অপেক্ষা. . . . . . . . .. . . . . . প্রত্যেকটি ঘটনা ঘটার. . . .
বিষয়: রাজনীতি
১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন